News71.com
 Technology
 27 Dec 17, 11:48 AM
 1026           
 0
 27 Dec 17, 11:48 AM

সাবধান!! ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে পড়ছে ডিগমাইন....  

সাবধান!! ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে পড়ছে ডিগমাইন....   

প্রযুক্তি ডেস্কঃ ফেসবুক মেসেঞ্জারে দ্রুত ছড়িয়ে পড়ছে ডিগমাইন।ক্ষতিকর এ ম্যালওয়্যারটি মেসেঞ্জার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি কম্পিউটারের গতি কমিয়ে দেয়।ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে বন্ধুদের ম্যালওয়্যারযুক্ত লিংকও পাঠাতে থাকে।এমনকি নিজ থেকেই ক্রোম ব্রাউজারে অপরিচিত ক্ষতিকর অ্যাডঅনস যুক্ত করে।আক্রান্ত কম্পিউটার বা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে ব্যবহারকারীদের ডিজিটাল মুদ্রা পরিশোধে বাধ্য করা ম্যালওয়্যারটি শুধু মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণে কাজ করে।


ম্যালওয়্যারটির সন্ধান পাওয়া সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় প্রথম সন্ধান মেলে ম্যালওয়্যারটির।পরে ভিয়েতনাম, আজারবাইজান, ইউক্রেন, ফিলিপাইন, থাইল্যান্ড এবং ভেনিজুয়েলায় ছড়িয়ে পড়েছে। শিগগিরই এটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন