News71.com
 Technology
 21 Dec 17, 04:48 AM
 709           
 0
 21 Dec 17, 04:48 AM

পুরোনো আইফোনের গতি কমিয়ে দেয়ার কথা স্বীকার করলো অ্যাপল।

পুরোনো আইফোনের গতি কমিয়ে দেয়ার কথা স্বীকার করলো অ্যাপল।

প্রযুক্তি ডেস্কঃ গ্রাহকদের না জানিয়েই পুরোনো আইফোনের গতি কমিয়ে দেয়ার কথা অবশেষে স্বীকার করেছে অ্যাপল।আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা আইফোন গ্রাহকদের দীর্ঘদিন ধরে করে আসা অভিযোগটির সত্যতা স্বীকার করেছে।প্রযুক্তিপ্রেমী মানুষদের কাছে সবসময় আদৃত হয়ে আসছে অ্যাপল।কিন্তু তাদের বিশ্বাস ও আনুগত্যের কোনো মর্যাদা দিতে পারেনি কোম্পানিটি।আজ বৃহস্পতিবার তারা স্বীকার করেছে, গোপনে অ্যাপলের পুরোনো মডেলগুলোর গতি কমিয়ে দিয়েছে তারা।অনেক গ্রাহকই অতীতে অভিযোগ করেছেন, সর্বাধুনিক মডেলগুলো ক্রয়ে বাধ্য করার উদ্দেশ্যে অ্যাপল আইফোনের পুরনো সংস্করণের গতি কমিয়ে দিয়েছে। এসব গ্রাহক তাদের অভিযোগের সাপেক্ষে যথেষ্ট প্রমাণও হাজির করেছিলেন।

 


টানা অভিযোগের প্রেক্ষিতে অ্যাপল এবার সেটা স্বীকার করে নিয়েছে। কিন্তু একটি যুক্তিও দাঁড় করিয়েছে তারা। বিবৃতিতে অ্যাপল বলেছে, হঠাৎ করে যাতে ফোন বন্ধ না হয়ে যায় সে জন্যই এটা করা হয়েছে।আইফোন প্রসেসরের গতি পরিমাপের জন্য অ্যাপ তৈরি করে প্রাইমেট ল্যাবস কোম্পানি।তারাই গতি কমিয়ে দেয়ার কথা স্বীকার করে। তারা জানায়, পুরোনো হওয়ার পর আইফোন ৬ ও আইফোন ৭ মডেলের গতি কমিয়ে দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন