News71.com
 Technology
 17 Dec 17, 12:10 PM
 802           
 0
 17 Dec 17, 12:10 PM

সেলফিপ্রেমীদের জন্য সুখবর ।। গুগল বাজারে আনল নতুন অ্যাপ ‘সেলফিসিমো’    

সেলফিপ্রেমীদের জন্য সুখবর ।। গুগল বাজারে আনল নতুন অ্যাপ ‘সেলফিসিমো’      

প্রযুক্তি ডেস্কঃ মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সেলফিপ্রেমীদের জন্য স্বয়ংক্রিয় ছবি ও ভিডিও সম্পাদনা করতে সক্ষম নতুন অ্যাপ উন্মুক্ত করেছে। সেলফিসিমো নামের অ্যাপটি স্মার্টফোনে নিজ থেকে ছবি তোলার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনাও করতে পারে।ফলে ছবিগুলো চাইলে স্টুডিওতে সরাসরি প্রিন্ট করা যাবে। শুধু তা-ই নয়, মূল ছবির পাশাপাশি সেগুলোকে সাদাকালো ফরম্যাটেও সংরক্ষণ করা যায়।আইওএস এবং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যেকোনো ডিভাইসে অ্যাপটি ব্যবহারের সুযোগ মিলবে।

অন্যদিকে স্টোরিবোর্ড অ্যাপটি ভিডিও সম্পাদনার পাশাপাশি সেগুলোতে থাকা ছবি কমিক বইয়ের আদলে দেখাবে। নিজ থেকেই ভিডিও উপযোগী বিভিন্ন ফ্রেম ও স্টাইলও প্রদর্শন করতে পারে অ্যাপটি। ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ফ্রেম ও স্টাইল নির্বাচনের সুযোগ পেয়ে থাকে। শুধু অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসেই অ্যাপটি ব্যবহার করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন