News71.com
 Technology
 13 Dec 17, 04:47 AM
 848           
 0
 13 Dec 17, 04:47 AM

চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাপ।  

চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাপ।   

প্রযুক্তি ডেস্কঃ নতুন অ্যাপ নিয়ে সবার সামনে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ। কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে নতুন এই অ্যাপের কথা। সেখানে বলা হয়েছে ব্যাবসায়ীদের সাথে কথা বলার সময় তাদের প্রোফাইলে গেলে একটি সবুজ টিক চিহ্ন দেখাবে। এর মানে সেই প্রোফাইলটি হোয়াটসঅ্যাপে ভেরিফায়েড প্রোফাইল। কোন প্রোফাইলের পাশে সবুজ টিক চিহ্ন মানে সেই ব্র্যান্ডটি ভরসাযোগ্য ব্র্যান্ড বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। যদিও প্রোফাইলের পাশে গ্রে চিহ্ন থাকা মানে কোম্পানি অতটা ভরসাযোগ্য নয়।

ইতিমধ্যেই নতুন এই অ্যাপের টেস্টিং শুরু হয়ে গিয়েছে।হোয়াটসঅ্যাপ বিজনেস নামক এই অ্যাপ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে অ্যাপের ডেসক্রিপশানে বলা হয়েছে, নতুন এই অ্যাপে এখন যুক্ত হলে অনেক নতুন ফিচার শুধুমাত্র সেই গ্রাহকরাই পাবেন যাঁরা এখন যুক্ত হবেন হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে।সাধারণ অ্যাপের থেকে আলাদা এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ। এই অ্যাপের আইকন ইংরেজী B অক্ষরটি দেখা যাচ্ছে। যদিও ডাউনলোডের পর তা দেখতে অনেকটাই হোয়াটসঅ্যাপের মতোই।এই অ্যাপে রয়েছে অটো রিপ্লাই, বিজনেস প্রোফাইল, চ্যাট মাইগ্রেশানের মতো ফিচার। যদিও বাজারে ইতিমধ্যেই চলে এসেছে অনেক নকল হোয়াটসঅ্যাপ। তাই নতুন এই বিজনেস হোয়াটসঅ্যাপ ডাউনলোডের আগে ভালো করে জাচাই করে তবেই ডাউনলোড করা ভালো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন