Technology
 08 Apr 16, 10:02 AM
 513             0

চালু হচ্ছে গুগলের ল্যান্ডফোন সার্ভিস ।।

চালু হচ্ছে গুগলের ল্যান্ডফোন সার্ভিস ।।

নিউজ ডেস্কঃ স্মার্টফোনের যুগে সবাই আজ ল্যান্ডফোনকে ভুলতে বসেছে। তবে সার্চ জায়ান্ট গুগল আবারও ল্যান্ডফোনের কথা মনে করিয়ে দিলো। প্রতিষ্ঠানটি হোম ফোন সার্ভিসের জন্য ‘ফাইবার ফোন’ এর ঘোষণা দেয়।

ফাইবার ফোন মূলত গুগলের ফাইবার ইন্টারনেট ভোক্তাদের জন্য একটি ল্যান্ডলাইন সেবা। এই ফোনে গুগলের ফাইবার ইন্টেরনেট সেবার মাধ্যমে কল করা যাবে। এতে ব্যবহারকারীকে ফাইবার ইন্টারনেট ব্যবহারের পর অতিরিক্ত শুধু দশ ডলার দিতে হবে। ফলে ব্যবহারকারী স্থানীয় এবং দেশব্যাপী আনলিমিটেড কল করতে পারবে।

ল্যান্ডলাইন ফিচারের মতো এতে থাকছে কল ওয়েটিং, কলার আইডি ৯১১ সার্ভিস। আর ভ্রমণে থাকা অবস্থায় ফাইবার ফোনের কল মোবাইল ফোনে ফরোওয়ার্ড করে দেয়াও যাবে। যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু শহরে এটি চালু হবে বলছে প্রতিষ্ঠানটি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন