প্রযুক্তি ডেস্কঃ ভারতে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি চালু করবে ভারতীয় প্রতিষ্ঠান ওলা। আগামী মাসে নাগপুরের মতো শহরে ওই প্রকল্প চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। ওলার সিইও এবং অন্যতম প্রতিষ্ঠাতা ভবিষ অগারওয়াল জানিয়েছেন,ভারতের শহরগুলিতে এই বছরেই প্রথম বৈদ্যুতিক গাড়ি চালুর লক্ষ্যে এগোচ্ছেন তাঁরা। তবে এর থেকে বেশি কিছু বলতে রাজি হননি তিনি। অাগারওয়ালের দাবি,বৈদ্যুতিক গাড়ি এ দেশের গোটা পরিবহণ ব্যবস্থাকেই আমূল বদলে দিতে পারে। কারণ এ ক্ষেত্রে গাড়ি চালানোর খরচ অনেকটাই কম।
প্রসঙ্গত,ওলার অন্যতম বড় শেয়ারহোল্ডার জাপানের সফটব্যাঙ্ক। তার চেয়ারম্যান মাসায়োশি সন গত ডিসেম্বরেই জানিয়েছিলেন,৫বছরের মধ্যে ভারতে ১০ লাখ বৈদ্যুতিক গাড়ি চালু করতে পারে ওলা। ভারতে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়াতে কেন্দ্র ভর্তুকির সুযোগ দেয়। তবু বিক্রি এখনও তেমন বাড়েনি। এই পরিস্থিতিতে ওলার বৈদ্যুতিক গাড়ি চালু করার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যা এই গাড়ির চাহিদা বাড়াবে বলেও একাংশের ধারণা। তবে এ দেশে বৈদ্যুতিক গাড়ি চার্জ করার কেন্দ্রের অভাব যে সংস্থার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে,সে কথাও মনে করিয়ে দিচ্ছে গাড়ি শিল্পমহল।