News71.com
 Technology
 15 Apr 17, 10:37 PM
 756           
 0
 15 Apr 17, 10:37 PM

চীনে পোকার গেম খেলে যন্ত্রমানব রোবট জিতলো ২ কোটিরও বেশি টাকা।।

চীনে পোকার গেম খেলে যন্ত্রমানব রোবট জিতলো ২ কোটিরও বেশি টাকা।।

 

প্রযুক্তি ডেস্কঃ চীনে পোকার গেম নামে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে বাঘা বাঘা খেলোয়াড়দের ধরাশায়ী করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি রোবট।  লেংপুডাশি নামের ওই রোবট ৬জনের একটি টিমকে ৫দিনব্যাপী সিরিজ গেমে  হারিয়ে ২ কোটি ৩৫ লাখ ১৯ হাজার টাকা বা ২ লাখ ৯০ হাজার ডলার জিতে নিয়েছে। চলতি বছর পোকার গেম প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো।

এই রোবটেরই আগের সংস্করণ লিবারটাস গত জানুয়ারিতে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বসেরা ৪গেমারকে হারিয়ে দেয়। টানা ২০ দিন ব্যাপী চলে সেই গেম। এই রোবটটির নির্মাতা যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির কম্পিউটার  বিজ্ঞান বিভাগের অধ্যাপক ‍টমাস স্যান্ডহোম এবং পিএইচডি শিক্ষার্থী নোয়াম ব্রাউন। তাই পুরস্কারের টাকাগুলোও যাবে এই দুই উদ্ভাবকের প্রতিষ্ঠিত কোম্পানি স্ট্র্যাটেজিক মেশিনের তহবিলে।

লেংপুডাশি যে টিমটিকে হারিয়েছে সেটির নেতৃত্বে ছিলেন ইউয়ে দু। তিনি একজন সৌখিন পোকার,গত বছর টেক্সাসে ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে হোল্ডেম ক্যাটাগরিতে বিজয়ী। প্রতিটি ৫ হাজার ডলারে ইচ্ছেমতো বাজি ধরার ভিত্তিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। তবে কম্পিউটারে পোকার গেম খেলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কম্পিউটার বিজ্ঞানীরা। দাবা বা গো খেলার সময় পুরো বোর্ডটিই স্ক্রিনে দেখা যায়, কিন্তু পোকারের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। ফলে এখানে প্রতারণার সুযোগ থাকে। অনেকে বলেন,খেলতে খেলতে কম্পিউটার এক সময় বুঝে ফেলে যে,তোমার হাত যতোই দুর্বল হোক,কতো সূক্ষ্ণভাবে প্রতারণা করতে পারছো সেটার ওপরই নির্ভর করবে হার-জিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন