প্রযুক্তি ডেস্কঃ ভারতীয় স্মার্টফোন নির্মাতাদের মধ্যে শীর্ষস্থানীয়দের একটি লাভা। ভারতের বাজারে চাইনিজ কম্পানির দাপটে বেশ পেরেশানিতে রয়েছে এরা। তাই বাজারে ফিরে আসতে পরিকল্পনা হাতে নিয়েছে লাভা। আরো উন্নত ফিচার আর দামের প্রতিযোগিতায় নেমেছে তারা। এবার এ কম্পানি বাজারে এনেছে লাভা জেড২৫। এই স্মার্টফোনটি নাকি সম বাজেটের ফোনগুলোর মধ্যে সাড়া ফেলে দেবে।
কয়েক সপ্তাহ আগেই লাভা জেড১০ এবং জেড২৫ বাজারে ছেড়েছে তারা। দুটো ফোনই উন্নত মেটাল বডি পেয়েছে। আধুনিক সব ফিচারই রয়েছে এতে। ভারতের বাজারে জে১০ এর দাম ধরা হয়েছে ১১৫০০ রুপি। আর জেড২৫ এর দাম ১৮০০০ রুপি।
লাভা জেড২৫ নিয়ে ব্যাপক আশাবাদী নির্মাতা। এর দেহের ৮৮.৬ শতাংশ অংশ মেটাল। আকর্ষণীয় বিষয়ে হলো,এ ফোনে দেওয়া হয়েছে কার্ভড এজ। তবে তা বোঝা যায় না। গোটা পর্দা মুড়িয়ে দেওয়া রয়েছে প্লাস্টিক রিমে। জেড২৫ বেশ পাতলা। হাতে নিলে বেশ শক্তপোক্ত কিছু হাতে নিয়েছেন বলেই মনে হবে। গ্রে বা গোল্ড রংয়ে বাজারে মিলবে ফোনটি।
ফোনের নকশা দারুণ। ৩.৫এমএম অডিও সকেট রয়েছে ওপরের দিকে। নিচের দিকে রয়েছে মাইক্রো-ইউএসবি পোর্ট এবং স্পিকার। আর রয়েছে অন-স্ক্রিন বাটন। পেছনে একেবারে মাঝামাঝি ওপরের দিকে দেওয়া হয়েছে ক্যামেরা। আছে ফ্ল্যাশ এবং নোটিফিকেশন এলইডি। এর নিচেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নান্দনিক নকশা ও টেকসই দেহের জন্য লাভা এমনিতেই নাম কামিয়েছে। জেড২৫-কে আরো বেশি উন্নত করা হয়েছে।
৫.৫ ইঞ্চি পর্দার ফুল-এইচডি পর্দা, যা দাম অনুযায়ী সহসা মেলে না। ৩০২০এমএএইচ শক্তির ব্যাটারি খোলা যায় না। পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল সনি আইএমএক্স২৫৮ সেন্সর। এর সঙ্গে আছে পিডিএএফ এবং এফ/২.০ অ্যাপারচার। সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল সেন্সর আর এফ/২.০ অ্যাপারচার। মিডিয়াটেক এমটি৬৭৫০ এসওসি চিপসেট রয়েছে। এর র্যাঅম ৪ জিবি এবং অভ্যন্তরে স্টোরেজ রয়েছে ৩২ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তার বাড়িয়ে নেওয়া যাবে ১২৮ জিবি পর্যন্ত।
বিশেষায়িত অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। ক্যামেরা মনোমুগ্ধকর মানের ছবি তুলতে সক্ষম। মূলত ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়তা ছিনিয়ে নিয়েছে জিয়াওমি। তবে লাভা জেড২৫-কে জিয়াওমির প্রতিযোগী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।