প্রযুক্তি ডেস্কঃ অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপালের জুম সেবার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। বাংলাদেশে দ্রুত কার্যক্রম শুরু করার আহ্বানে সাড়া দিয়েছে প্রতিষ্ঠানটি। পৃথক আরেক বৈঠকে বাংলাদেশে মার্চেন্ট অ্যাকাউন্ট চালু করতে প্রয়োজনীয় ও যথাযথ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গুগল। এ ছাড়া ফেসবুকের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। এতে বাংলাদেশি জনপ্রতিনিধিদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে ফেসবুক। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পেপাল-জুমের ক্যালিফোর্নিয়ার সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে জুম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা জুলিয়ান কিং। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে গুগল কর্তৃপক্ষের সঙ্গে পৃথক এক বৈঠকে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী মার্চেন্ট অ্যাকাউন্ট চালুর বিষয়টি উপস্থাপন করেন। গুগলের পাবলিক পলিসির সিনিয়র কাউন্সিল উইলসন এল হোয়াইট ওই দলে নেতৃত্ব দেন। বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিভাগে ডেভেলপার ব্যাপক কাজ করলেও গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকায় অর্থ স্থানান্তরে অসুবিধায় পড়েন। মার্চের ৩১ তারিখ থেকে এপ্রিলের ২ তারিখ পর্যন্ত সিলিকন ভ্যালির ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে, ফেসবুক, গুগল, নুয়ান্স কমিউনিকেশনস, পেপালের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিমন্ত্রী।