প্রযুক্তি ডেস্কঃ গবেষকরা সম্প্রতি মহাকাশে দুই তারার সংঘর্ষের আরেকটি দৃশ্য পর্যবেক্ষণ করেছেন। এ সংঘর্ষ মহাকাশে যেন বিশাল আকারের আতশবাজি সৃষ্টি করেছিল। এর কয়েকটি চিত্র সম্প্রতি প্রকাশ করেছেন গবেষকরা। তাতে বর্ণিল রূপে দেখা গেছে সেই ভয়ংকর সংঘর্ষকে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। মূলত দুটি অপেক্ষাকৃত নবীন তারকার সংঘর্ষের ঘটনাকেই ধারণ করা হয়েছে গবেষকদের ক্যামেরায়। তবে এ সংঘর্ষ এখনই ঘটেনি। প্রায় ৫০০ বছর আগের ঘটনা এটি। তবে পৃথিবীতে সে ঘটনার দৃশ্য আসতে এত দেরি হওয়ার কারণ আলোর গতি। সেখানে ঘটা ঘটনাগুলো আলোর গতিতে পৃথিবীতে আসলেও তা পর্যবেক্ষণ করতে ৫০০ বছর অপেক্ষা করতে হয় আমাদের।
গবেষকরা বলছেন, দুই তারকার এ সংঘর্ষে বিশাল এলাকাজুড়ে ধুলো ও গ্যাসের মেঘ ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে যে পরিমাণ এনার্জি নির্গত হয় তা আমাদের সূর্য ১০ মিলিয়ন বছরে উৎপাদন করে। গবেষকরা ২০০৯ সালে প্রথমবারের মতো এ সংঘর্ষের আলামত পান। এরপর মহাকাশের সে স্থানে নজরদারি বৃদ্ধি করা হয়। তাতেই দেখা মেলে এই বিশাল সংঘর্ষের। চিলির উত্তরাঞ্চলে অ্যাটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে বা অ্যালমা থেকে এ দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। এ পর্যবেক্ষণের ওপর একটি গবেষণাও করা হয়েছে। সে গবেষণাপত্রটির লেখক প্রফেসর জন ব্যালি। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডোর গবেষক। সম্প্রতি এ সংঘর্ষের বিস্তারিত প্রকাশিত হয়েছে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে।