প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল ‘ফ্যাক্ট-চেক’ নামে নতুন একটি ফিচার চালু করেছে। গুগলে কোনও কিছু সার্চ দেওয়ার পর ফলাফলে যে লিংক আসে সেগুলো আসলেই সত্য কিনা তা নিশ্চিত করতেই উপায়টি বের করলো কর্তৃপক্ষ। অভিনব এ সুবিধার ফলে ব্যবহারকারীদের এখন থেকে আর বিভ্রান্ত হতে হবে না।২০১৬ সালের অক্টোবরে প্রাথমিকভাবে অল্প কয়েকটি দেশে ‘ফ্যাক্ট চেক’ চালু করা হয়েছিল। তবে এবার পুরো বিশ্বেই এটা উন্মুক্ত করা হলো। যে কারণে এখন থেকে গুগল সার্চের ফলাফলে এ বিষয়টি যুক্ত থাকবে। যেখান থেকে একজন ব্যবহারকারী জানতে পারবেন ঘটনার সত্যতা কতটুকু কিংবা এই সত্যতা কে নিশ্চিত করেছে।
এছাড়া গুগল নিউজের যে সংবাদগুলোর সত্যতা নিশ্চিত করা হবে সেগুলোতে ‘ফ্যাক্ট চেক’ চিহ্ন জুড়ে দেওয়া হবে। শুরুর দিকে কয়েকটি প্রতিষ্ঠান গুগলের ‘ফ্যাক্ট চেক’ করতে পারবে। এ ছাড়া আর কাউকে এরকম সুযোগ দেওয়া হবে না। তবে ভবিষ্যতে ক্ষেত্রটি বাড়তে পারে। কিছু কিছু সংবাদকে ঘিরে যদি বিতর্ক সৃষ্টি হয় তাহলে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঘটনার সত্যতা নির্ণয়ে কাজ করবে। প্রসঙ্গত, মিথ্যা সংবাদের জন্য গুগলের প্রতি অনেক সময় অভিযোগের তীর আসে। এই সমস্যা কাটিয়ে উঠতে গত বছর থেকে বেশ সক্রিয় হয় প্রতিষ্ঠানটি। তাই ভালো একটি সমাধানের দিকেই এগোচ্ছে তারা।