News71.com
 Technology
 01 Apr 17, 08:09 PM
 845           
 0
 01 Apr 17, 08:09 PM

ইন্টারনেট সেবা সহজতর করতে স্যাটালাইট চালু করার পদক্ষেপ নিল চীন

ইন্টারনেট সেবা সহজতর করতে স্যাটালাইট চালু করার পদক্ষেপ নিল চীন

প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট সেবা সহজতর করতে স্যাটালাইট চালু করার পদক্ষেপ নিয়েছে চীন। উন্নত সংযোগের মাধ্যমে ইন্টারনেট সেবা পরিচালনায় বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের শীর্ষ ১০ টি দেশের ধারে কাছেও নেই চীন। সে লক্ষ্যে ইন্টারনেট সেবায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে দেশটিতে। প্রযুক্তি অঙ্গণের মানুষজন যাতে খুব সহজে সেখানকার ইন্টারনেটে প্রবেশ করতে পারে সেই লক্ষ্যে স্যাটালাইট চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৩১ মার্চ) চীনের এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন (সিএএসআইসি) ঘোষণা দিয়েছে তাদের এই পরিকল্পনার কথা। ব্রডব্যান্ড কাভারেজের গতি বৃদ্ধির জন্য মহাকাশে তারা ১৫৬ মিনি স্যাটালাইট স্থাপন করবে। ভূপৃষ্ঠ থেকে ১ হাজার কিমি. উপরে কক্ষপথে থাকবে। সিএএসআইসি এর তথ্য অনুযায়ী, চীনে স্যাটালাইটসের এই নেটওয়ার্ক প্রজেক্ট হলো কক্ষপথে তাদের সবচেয়ে কম উচ্চতা। যেটা দেশটিতে ইন্টারনেট সিগনাল বিলম্ব করবে না এটাই নিশ্চিত করে।

ধারণা করা হচ্ছে, কৃত্রিম এই উপগ্রহগুলো কা-ব্যান্ড স্যাটালাইট। কারণ এ বিষয়ে উদ্যাক্তারা জানিয়েছে যে, ২৬.৫ গিগাহার্জ থেকে ৪০ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে এটা কাজ শুরু করবে যা হচ্ছে কা-ব্যান্ডের রেঞ্জ।উল্লেখ্য, কা-ব্যান্ড হলো বর্তমানে স্যাটালাইট অপারেটরদের অনেকরই পছন্দের ব্যান্ড। কেননা তাদের ব্রডব্যান্ড সেবাসমূহ সহজলভ্য করার ক্ষমতা এবং অন্যান্য কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। স্যাটালাইটসের ক্ষেত্রে সিএএসআইসি’র এটি একটি দীর্ঘ মেয়াদি প্রজেক্ট, আগামী বছরের আগেই ১৫৬ মিনি স্যাটালাইট স্পেসে পাঠানো হবে। পরবর্তীতে ২০২০ সালের মধ্যে আরো ৪ টি এই তালিকায় যুক্ত হবে। আর আগামী ২০২৫ সাল শেষের আগেই এগুলো কাজ শুরু করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন