News71.com
 Technology
 25 Mar 17, 03:03 PM
 786           
 0
 25 Mar 17, 03:03 PM

অ্যাপ স্টোর থেকে ২ লাখ অ্যাপ মুছে দিতে পারে টেক জায়ান্ট অ্যাপল।।

অ্যাপ স্টোর থেকে ২ লাখ অ্যাপ মুছে দিতে পারে টেক জায়ান্ট অ্যাপল।।

প্রযুক্তি ডেস্কঃ অ্যাপ স্টোর থেকে প্রায় ২ লাখ অ্যাপ মুছে দিতে পারে টেক জায়ান্ট অ্যাপল। চলতি বছর আইওএস ১১ উন্মুক্তের সময় এই কাজটি করা হবে বলে অ্যাপ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার জানায়। তথ্যমতে, অ্যাপলের অ্যাপ স্টোরে যে সকল অ্যাপ ৬৪ বিট প্রসেসর উপযুক্ত নয় সেসব সরিয়ে দেওয়া হবে। অ্যাপ স্টোরে এই ধরনের অ্যাপের পরিমাণ হতে পারে ৮ শতাংশের মত। চলতি মাস থেকেই অ্যাপল ডেভেলপারদের সর্তক বার্তা পাঠাতে পারে। যদি আইওএস ১১ উন্মুক্তের আগে ৬৪ বিট প্রসেসর উপযুক্ত করে আপডেট না করা হয় তাহলে অ্যাপটি সরিয়ে দেওয়া হবে।

এদিকে, আইওএস ১১ উন্মুক্ত করার ব্যাপারে অ্যাপল এখনও কোনো তথ্য জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছর ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) উন্মুক্ত করা হতে পারে নতুন সংস্করণটির। চলতি বছর ৫ থেকে ৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন।উল্লেখ্য সেন্সর টাওয়ার জানিয়েছে, গত বছর অ্যাপল অ্যাপ স্টোর থেকে প্রায় ৪৭ হাজার অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন