News71.com
 Technology
 06 Apr 16, 12:00 PM
 1090           
 0
 06 Apr 16, 12:00 PM

দৃষ্টিহীনদের জন্য ফেসবুকের নতুন ফিচার আসছে বাজারে.......

দৃষ্টিহীনদের জন্য ফেসবুকের নতুন ফিচার আসছে বাজারে.......

নিউজ ডেস্কঃ ফেসবুকের বুকে এমন কত ছবিই না কথা বলে না৷ শুধু চেয়ে দেখে লাইক আর কমেন্ট দেওয়া যায়৷ তবে, সেটাও ব্যক্তিগত ইচ্ছে সাপেক্ষ৷ যাঁরা চোখে দেখতে পান না তারা এই দৃশ্য সুখের স্বাদ থেকে এতদিন বঞ্চিত ছিলেন। তবে আর নয়, দৃষ্টিহীনদের কথা ভেবে তাদের জন্য এবার নতুন ফিচার আনলো ফেসবুক। যেটি তৈরি করেছেন ফেসবুকের ইঞ্জিনিয়ার ম্যাট কিং ৷

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিয়ে এসেছে নতুন ফিচার অটোম্যাটিক অল্টারনেটিভ টেক্সট অর্থাৎ এএটি৷ বাংলায় স্বয়ংক্রিয় বিকল্প টেক্সট৷ যা ছবির দৃশ্য শব্দের মাধ্যমে ব্যাখ্যা করবে দৃষ্টিহীন ফেসবুক ব্যবহারকারীদের কাছে ৷ যেমন, যদি আপনার বন্ধু কোন ট্রেকিংয়ের ছবি আপলোড করে থাকেন৷ তাহলে নতুন এই ফিচার বলবে দু'জন মানুষ, হাসছে, সানগ্লাস, আকাশ, প্রকৃতি ইত্যাদি৷ অবশ্য এর জন্য আপনার কাছে আইফোন বা আইপ্যাড থাকা বাঞ্চনীয়৷ যাতে ভয়েস ওভার মোডটি অন করে দিতে হবে ৷

নতুন এই ফিচারের লাভ হয়তো সবাই ওঠাতে পারবেন না৷ অনেক বাধ্যবাধকতাও রয়ে গেছে৷ তবে, সেই প্রথম পদক্ষেপটা তো নেওয়া গেছে৷ এমনটাই মনে করছেন ম্যাট কিং ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন