প্রযুক্তি ডেস্ক : ফেসবুকে ডিজলাইক অপশন আসছে খুব শিগগিরই। সম্প্রতি ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ নিশ্চিত করেছেন বিষয়টি। জানা যায়, ডিজলাইক অপশনের ভয়াবহ একটি অসুবিধার কথা এবার জানিয়ে দিল ফেসবুক। ব্যবহারকারীর দেয়া কোন স্ট্যাটাস যদি দশটির পরিমাণ ডিসলাইক পড়ে তাহলে তাহলে সেই বিষয়টিকে মুছে দেবে ফেসবুক কর্তৃপক্ষ।
এ ব্যাপারে জুকারবার্গ জানান, ‘ফেসবুকের মূল লক্ষ্য হচ্ছে মানুষের মধ্যে যোগাযোগ রক্ষা করতে সহযোগিতা করা এবং পাশাপাশি মানুষকে একটি প্লাটফর্মে একত্র করা। আমরা ফেসবুকে ডিজলাইক অপশনের যুক্তের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে অনেক বছর যাবত অনুরোধ পেয়ে আসছিলাম। এবার এটি ফেসবুকে যুক্ত করতে যাচ্ছি আমরা। এর মাধ্যমে পোস্ট মুছে ফেলা এবং মনিটর করার কাজও সহজ হয়ে যাবে ফেসবুকের ক্ষেত্রে।’
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজলাইক অপশনটি ফেসবুকের জন্য লাভের চেয়ে ক্ষতির কারণই হবে। এখান থেকে ব্যবহারকারীদের মধ্যে এক ধরণের হতাশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক ডিজলাইক অপশনটি কিভাবে গ্রহণ করেন ব্যবহারকারীরা।