News71.com
 Technology
 14 Feb 17, 01:32 PM
 843           
 0
 14 Feb 17, 01:32 PM

দ্রুতগতিতে পৃথিবীতে ধেয়ে আসছে 2015BN509 নামের বিশাল এক গ্রহাণু ।।

দ্রুতগতিতে পৃথিবীতে ধেয়ে আসছে 2015BN509 নামের বিশাল এক গ্রহাণু ।।

 

প্রযুক্তি ডেস্কঃ দ্রুতগতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে 2015BN509 নামের এক গ্রহাণু। আপাতত গতিপথ দেখে মনে হচ্ছে এটি পৃথিবীতে আছড়ে পড়বে। নাসা বিশেষজ্ঞদের মতে, গ্রহাণুটি নিউইয়র্কের বিখ্যাত এমপাওয়ার স্টেট বিল্ডিংয়ের থেকে বড়। এটি যদি পৃথিবীতে এসে পড়ে, তাহলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছেই ।

গত সপ্তাহে পৃথিবী ও চাঁদের দূরত্বের ১৪ গুণ দূরত্বে আসতে পেরেছে গ্রহাণুটি। বাদামের মতো দেখতে গ্রহাণুটি ২০০ মিটার চওড়া ও ৪০০ মিটার লম্বা বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবী ও চাঁদের মাঝে ঘুরতে ঘুরতে মূল-হোলে যদি গ্রহাণুটি ঢুকে পড়ে, তাহলে তা পৃথিবীর অনেক কাছে চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন