News71.com
 Technology
 13 Nov 16, 12:28 PM
 831           
 0
 13 Nov 16, 12:28 PM

ফেসবুকে মিলবে চাকরির সন্ধান

ফেসবুকে মিলবে চাকরির সন্ধান

নিউজ ডেস্ক :  সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক যে শুধুমাত্র আপনার বিনোদনের জন্য, তা কিন্তু নয়। এখন থেকে এই সোশ্যাল মাধ্যমেই আপনি চাকরি খুজতে পারবেন। বন্ধুত্ব, সেলফি, চ্যাট, প্রোমোশনের পর এখন থেকে চাকরি পেতেও সাহায্য করবে ফেসবুক। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, পেজ অ্যাডমিনরা নিজেদের পেজে ‘জব ক্রিয়েট’ অপশন দিয়ে চাকরির খবর পোস্ট করতে পারবেন এবং সেই পেজে অ্যাপ্লিকেশনও রিসিভ করতে পারবেন।

ফেসবুকের এই অ্যাপ্লিকেশনে ব্যবহারকারীরা সফল হলে কিছুটা ক্ষতি হতে পারে লিঙ্কডিন কর্পোরেশনের রিক্রুটিং বিজনেসের। যেহেতু ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন নিজেদের সংস্থায় চাকরির খবর ফেসবুক পেজেই পোস্ট করে থাকেন। এই কাজটা আরও ভালোভাবে করতে আমরা ‘জব ক্রিয়েট’ নিয়ে আসার কথা ভেবেছি। এই মুহূর্তে লিঙ্কডিনের আয়ের মূল উৎস বিভিন্ন সংস্থার চাকরির পোস্ট ও যারা চাকরি খুঁজছেন তাদের বায়োডেটার জন্য দেওয়া অর্থ থেকেই। তবে ফেসবুক জব ক্রিয়েট অপশনের ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ায় অর্থের বিনিময় চাকরির খবর পোস্ট করতে পারবে বিভিন্ন সংস্থা। এতে অতি সহজেই অধিক মানুষের কাছে চাকরির খবর পৌঁছে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন