নিউজ ডেস্ক : সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটার ঘোষণা দিয়েছে, নিজেদের ভিডিও শেয়ারিং সেবা ‘ভাইন’ বন্ধ করে দেয়া হবে। আর সেই সূত্র ধরেই আপাতত ভাইনের ব্যবহার সীমিত করা হচ্ছে। ‘ভাইন’ চালুর ৪ বছরের মাথায় এ সেবা বন্ধ করার ঘোষণা দিল টুইটার।
ভাইন ব্যবহারকারীরা সর্বোচ্চ ছয় সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করতে পারেন, যা একটি লুপের মধ্যে প্লে হয়। এ পদক্ষেপ নিয়ে কোনো কারণ প্রদর্শন করেনি টুইটার। কিন্তু এ খবর প্রকাশের আগে বৃহস্পতিবার তারা সামাজিক যোগাযোগ মাধ্যমটির ধীরগতির কারণ দেখিয়ে তাদের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। ‘সামনের মাসের মধ্যে আমরা ‘ভাইন’ মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার বন্ধ করে দেব’, এক বিবৃতিতে এমনটাই বলা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। রাস ইউসুপভ, ভাইনের তিন প্রতিষ্ঠাতার একজন এ পদক্ষেপ সম্পর্কে বলেন, ‘আপনারা প্রতিষ্ঠানটি বিক্রয় করবেন না।’ ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে চালুর আগে টুইটার ভাইনকে ৩ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণ করে। এটি টুইটারের প্রধান প্লাটফর্মে আলাদাভাবে সাধারণ ভিডিও দেখাসহ সরাসরি ভিডিও দেখার সুবিধাও যোগ করে। ‘মাত্র ১৪০ শব্দের বাধ্যবাধকতা দিয়ে টুইটার যোগাযোগকে সীমিত করে দিয়েছে। পরে ভাইন দিয়েও তারা ঠিক তাই করেছেÑ এমনটাই মত বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান আইএইচএসের প্রযুক্তি বিশ্লেষক ইয়ান ফগের।
তিনি বলেন, ‘আপনারা আপাতত ভাইন ব্যবহার করতে পারবেন। আমরা ওয়েবসাইটটি অনলাইনে রাখছি। কারণ আমরা মনে করি, এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা অবিশ্বাস্য সব ভাইন ভিডিও উপভোগ করুন। যে কোনো ধরনের পরিবর্তন আনার আগে ব্যবহারকারীদের অবশ্যই আগে জানানো হবে বলে বলা হয় বিবৃতিতে। ২০১৩ সালে চালুর সময় ভাইনকে টুইটারের স্বাভাবিক অগ্রগতির একটি অংশ বলে মনে করা হচ্ছিল। কিন্তু এখন এটি পরিষ্কার যে স্ন্যাপচ্যাট, ফেসবুকসহ অন্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে একই গতিতে তাল মিলিয়ে চলতে না পারাই ‘ভাইন’ বন্ধের প্রধান কারণ