News71.com
 Technology
 01 Nov 16, 09:36 PM
 755           
 0
 01 Nov 16, 09:36 PM

অবশেষে অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ভিডিও কল সেবা

অবশেষে অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ভিডিও কল সেবা

প্রযুক্তি ডেস্ক: এখন থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী। সম্প্রতি অ্যান্ড্রয়েড সিস্টেমে ভিডিও কলিং ফিচার চালু করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ।

গত সপ্তাহে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য ভিডিও কলিংয়ের ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ। এবার ওই সুবিধা ভোগ করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও।

হোয়াটসঅ্যাপ-এ ভিডিও কল করতে হলে ক্লিক করতে হবে কলিং বাটনে। সেখানেই দুটি অপশন মিলবে, 'ভয়েস' ও 'অডিও'। ওই ফিচারেই রিয়ার ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় চলে যাওয়া যাবে। কোনো ভিডিও কল মিস করলে, সেই নোটিফিকেশন-ও পাওয়া যাবে।

এক্ষেত্রে কল ব্যাক করতে হলে, ওই একই মেন্যু-তে ক্লিক করলেই চলবে। তবে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং ফিচার এখনও চালু করা হয়নি আইওএস-এ। হোয়াটসঅ্যাপ-এর আপডেটেড ভার্সনে মিলবে ভিডিও কলিংয়ের সুবিধা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন