প্রযুক্তি ডেস্কঃ ভারতে প্রতিবাদ জানাতে অনেকেই চায়না পণ্যদ্রব্য কেনাকাটায় 'না' করেছিলেন। প্রতিবাদ-দেশভক্তি ভুলে উত্সব মুখর গোটা ভারত এখন চাইনিজ স্মার্টফোনেই মশগুল। দিওয়ালির মওসুমে, মাত্র ১৮ দিনে রেকর্ড সেলফোন বিক্রি করল শাওমি।
বর্তমান পরিস্থিতিতে দেশের অধিকাংশই মনে করেছিলেন, চীনা প্রোডাক্ট বয়কট করা হোক। সেইসব কথায় কানে না তুলে বেজিং-বেসড একটি সেলফোন কম্পানি এখন ভারতের বাজারে শীর্ষস্থানে বিরাজ করছে। উল্লেখ্য, মাত্র ১৮ দিনে ১০ লক্ষ শাওমি স্মার্টফোন বিক্রি হয়েছে। শাওমির সিইও লি জুন জানিয়েছেন, বিশ্বের বাজারে হ্যান্ডসেট বিক্রি করার প্রথম পছন্দই ছিল ভারত। পরবর্তী ৩-৫ বছরের মধ্যে এটি আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে বলে আশা করছেন তিনি।
চীনের একটি মাধ্যম জানিয়েছে, মাত্র একমাসে এই কম্পানি ১০লক্ষের মতো স্মার্টফোন বিক্রি করেছে শুধুমাত্র ভারতেই। অন্যদিকে লি জানিয়েছেন, শিয়োমির গ্লোবালাইজেশন স্ট্র্যাজিটির জন্য ভারতই একমাত্র গুরত্বপূর্ণ দেশ। চিনের বাইরে বৃহত্তর বাজারে চাইনিজ পণ্যে বিক্রি করতে হলে ভারতই একমাত্র ভরসা। অন্যদিকে, শাওমির এই বাড়বাড়ন্তে চাপে পড়েছে অন্যান্য স্মার্টফোন কম্পানিগুলি।