নিউজ ডেস্কঃ প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামীকাল রবিবার থেকে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রযুক্তি ইভেন্ট জাইটেক্স প্রযুক্তি সপ্তাহ। এতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ইপিবিসহ ৮ প্রতিষ্ঠান। দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রযুক্তি সপ্তাহটি চলবে ১৬ই অক্টোবর থেকে ২০ই অক্টোবর পর্যন্ত।
এ প্রযু্ক্তি সপ্তাহে বাংলাদেশ থেকে অংশ নেয়া অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে 'কোড নাইট সলিউশানস', 'জেনুইটি সিস্টেমস লিমিটেড', 'রিকার্শান টেকনোলজিস লিমিটেড', 'রিভ সিস্টেমস লিমিটেড', 'ফ্রি সফটওয়ার সলিউশানস' ও 'এক্সপোর্ট প্রোমোশান ব্যুরো'।