News71.com
 Technology
 04 Oct 16, 01:10 AM
 815           
 0
 04 Oct 16, 01:10 AM

ফেসবুক ব্যবহারে সতর্কতা

ফেসবুক ব্যবহারে সতর্কতা

প্রযুক্তি ডেস্ক : ফেসবুকের ইনবক্সে যদি নতুন কোনো ভিডিও লিংক কিংবা কোনো মেসেজ এসে থাকে, তবে অযথা ক্লিক করা থেকে সাবধান হোন এবং কোন কিছু ডাউনলোড করা থেকে বিরত থাকুন। সাধারণত একটি এক্সটেনশন ডাউনলোড হয়। আর যদি আপনি মেসেজ দেখার আহ্বানে প্রলুব্ধ হলেন তো সর্বনাশ করে বসলেন। কারণ আপনার একটি ক্লিকেই আপনার সকল বন্ধুর কাছে অযাচিত মেসেজ চলে যেতে পারে। ফেসবুক ইনবাক্সে আসা এসব মেসেজ কিংবা ভিডিওতে দেখার মতো আসলে কিছুই নেই। বরং সেটি ম্যালওয়্যার ভাইরাস। যার মাধ্যমে দুর্বৃত্ত চক্র আপনার ফেসবুক অ্যাকাউন্ট হাতিয়ে নেবে, এমনকি হাতিয়ে নেবে আপনার কম্পিউটারে সংরক্ষিত অন্য গুরুত্বপূর্ণ তথ্যাদিও। আপনার ফেসবুক থেকে বিভিন্ন জনের অ্যাকাউন্টে অযাচিত মেজেসও যেতে পারে। যারা ওই লিংকে ক্লিক করবে এবং এক্সটেনশন টি ডাউনলোড করবে তারাই এই ভাইরাস দ্বারা আক্রান্ত হবে। সম্প্রতি এই অপতৎপরতা অনেক বেশি দেখা যাচ্ছে। তথ্যপ্রযুক্তিতে অনেক দক্ষ লোকও এই ম্যালওয়্যারের সর্বনাশে পড়ছেন একেবারেই অসচেতনতার কারণে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্বৃত্ত চক্র ম্যালওয়্যার ছড়ানোর ক্ষেত্রে চটকদার বা চিত্তাকর্ষক ছবি কিংবা নিজের ভিডিও ফুটেজের লোভ দেখাচ্ছে। তাদের ফাঁদের লিংকে ক্লিক করলেই ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, একইসঙ্গে তার সঙ্গে সম্পৃক্ত অন্যদেরও শঙ্কায় ফেলে দিচ্ছেন। ইনবক্সের পাশাপাশি এ ধরনের ম্যালওয়্যারের লিংক ট্যাগ ও প্রোফাইলে শেয়ার করা হয়। এই ট্যাগ করা হয় আবার একসঙ্গে অনেককে, যাতে ব্যবহারকারীর বিশ্বস্ততা অর্জন সহজ হয়। এখন উপায়? এজন্য প্রথমেই এক্সটেনশনটি রিমুভ করতে হবে ব্রাউজার থেকে, ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এরপর আপনার ফেসবুক সেটিংসে গিয়ে অ্যাপ অপশন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ রিমুভ করে দিতে হবে। এছাড়া ফেসবুকের নিজেস্ব পার্টনার ক্যাস্পারস্কাই দিয়ে ম্যালওয়ার ক্লিন করতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন