নিউজ ডেস্ক : সাইবার অপরাধ আইনের ভুল ব্যবহারের ফলে নির্দোষ কেউ যেন এর শিকার না হন সে জন্য ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব শ্যাম সুন্দর শিকদার গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে ‘সাইবার নিরাপত্তা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন। সচিব আরও বলেন, ‘শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে সাইবার নিরাপত্তা বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে হবে। সাইবার অপরাধ সচেতনতা মাস-অক্টোবরের শুরুতেই এই সেমিনারের আয়োজন করে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের (আই-সাকা) ঢাকা শাখার সভাপতি এ কে এম নজরুল হায়দার। তিনি সাইবার নিরাপত্তা এবং অপরাধের মৌলিক ধারণা তুলে ধরেন। মূল প্রবন্ধে তিনি বলেন, ‘সাইবার অপরাধ রোধে সবার সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত দিক থেকে আমাদের অভ্যাসের পরিবর্তন আনতে হবে।’
সেমিনারে প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এম পান্না। তিনি বলেন, নিরাপত্তার কোনো শ্রেণিভেদ নেই, ইন্টারনেটে আপনার ডেটাবেইসে গুরুত্বের ওপর ভিত্তি করে আপনাকে সর্বোচ্চ মানের নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করতে হবে। অনলাইনে কোনো লিংক বা ওয়েবসাইটে ঢোকার আগে তা সম্পর্কে যাচাই করে নিতে হবে।