News71.com
 Technology
 27 Sep 16, 11:43 AM
 773           
 0
 27 Sep 16, 11:43 AM

প্লুটোয় সন্ধান মিলেছে ১০০ কি.মি. দীর্ঘ সমুদ্রের।।

প্লুটোয় সন্ধান মিলেছে ১০০ কি.মি. দীর্ঘ সমুদ্রের।।

নিউজ ডেস্কঃ বরফে ঢাকা প্লুটোর তলায় থাকতে পারে ১০০ কিলোমিটার দীর্ঘ সাগর। এমনই তথ্য পাঠিয়েছে গত বছর প্লুটোতে পরীক্ষা চালাতে যাওয়া মার্কিন নভশ্চর সংস্থা নাসার ‘নিউ হরাইজন’ নামের একটি স্পেসক্রাফ্ট। 

জানা গিয়েছে, সেই মহাকাশযানের প্রেরিত ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অনুমান করেছেন বরফে ঢাকা প্লুটোর নিচে থাকতে পারে একটি আস্ত সাগর।

আর যার পরীক্ষার মাধ্যমে সামনে এসেছে এই তথ্য তিনি হলেন আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্র্যান্ডেন জনশন। তার এই ভাবনাই উস্কে দিয়েছে আরও একটা তথ্য। তবে কি লবনেরও অস্তিত্ব থাকতে পারে এই সমুদ্রগুলিতে!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন