News71.com
 Technology
 23 Sep 16, 11:07 AM
 740           
 0
 23 Sep 16, 11:07 AM

এবার নিত্য ব্যবহারের উপযোগী কাগজের ব্যাগ বাজারে আনছে অ্যাপল

এবার নিত্য ব্যবহারের উপযোগী কাগজের ব্যাগ বাজারে আনছে অ্যাপল

প্রযুক্তি ডেস্ক: বর্তমানে অ্যাপল সবার থেকে আলাদা নতুন কোনো প্রযুক্তি। আইফোন, আইপ্যাড বা অ্যাপল ওয়াচ নয় এবার অ্যাপল নিয়ে আসছে কাগজের ব্যাগ! বাজার বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস এই ব্যাগে বহন করা যাবে। নতুন এই ব্যাগের প্যাটেন্ট পাওয়ার জন্য গত সপ্তাহে আবেদন করেছে অ্যাপল।

জানা গেছে, অ্যাপলের করা আবেদনে ব্যাগটির বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে ব্যাগটির একটি ছবিও দেওয়া হয়েছে ব্যাগটি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। এসব ব্যাগ তৈরি করা হবে ব্লিচড সালফেট পেপার দিয়ে।

প্যাটেন্ট আবেদনে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য ব্যাগের থেকে এই ব্যাগগুলো বেশ আলাদা হবে। কারণ এই ব্যাগ নির্মাণের ৬০ শতাংশ উপাদানই পুনর্ব্যবহৃত বা রিসাইকেলড। আর এর ফলে পরিবেশ দূষণ কমবে। কারণ বাজার বা কেনাকাটার জন্য ৫০ থেকে ৬০ শতাংশ ক্ষেত্রে এ ধরনের কাগজের ব্যাগ ব্যবহার করা হয়। কিন্তু সেগুলো পুনর্ব্যবহারযোগ্য নয়।

আর সালফেট পেপারের কারণে আরো শক্ত ও নিখুঁত করে ব্যাগগুলো তৈরি করা হবে। ফলে কাগজের তৈরি হলেও ব্যাগগুলো অতিরিক্ত ভার নিতে পারবে এবং ছিড়ে যাবার ঝুঁকি থাকবে না। ব্যাগটির হাতলও তৈরি করা হবে কাগজ দিয়ে। তবে কাগজের সঙ্গে কাগজ পেঁচিয়ে শক্ত করে তৈরি করা হবে এর হাতলগুলো।

কিন্তু ব্যাগটিতে এমন কী রয়েছে যার জন্য প্যাটেন্ট আবেদন করল অ্যাপল। এ বিষয়টি বোধগম্য হচ্ছে না প্রযুক্তিবিদদের। তবে অ্যাপলের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু এখন পর্যন্ত জানানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন