News71.com
 Technology
 23 Sep 16, 10:57 AM
 850           
 0
 23 Sep 16, 10:57 AM

মেমোরি চিপ ব্যবহারকারীদের জন্য সুখবর ।। বিশ্বের প্রথম এক টিবি'র এসডি কার্ড আনছে স্যানডিস্ক

মেমোরি চিপ ব্যবহারকারীদের জন্য সুখবর ।। বিশ্বের প্রথম এক টিবি'র এসডি কার্ড আনছে স্যানডিস্ক

 

প্রযুক্তি ডেস্ক: এখন দিন যত যাচ্ছে ততই বাড়ছে মাল্টিমিডিয়া ডাটার বহর। পূর্বে যেখানে এসডি ভিডিওতেই বর্তে যেতেন সবাই, এখন সেখানে ফোরকে-তেও মন ভরছে না। আর ডেটা যত বাড়ছে ততই চাহিদা বাড়ছে বড় স্টোরেজের মেমরি ডিভাইসের।

আর এবার বিশ্বে প্রথম এক টেরাবাইট এসডি কার্ড নিয়ে আসছে স্যানডিস্ক। এক টিবি হার্ডডিক্স নয়, এক টিবি'র মেমরি কার্ড! এর নাম দেওয়া হয়েছে '১টিবি স্যানডিস্ক এক্সট্রিম প্রো এসডিএক্সসি ইউএইচএস-১'।

আপাতত বাজারে সর্বোচ্চ মেমরির যে এসডি কার্ড মেলে তাও স্যানডিস্কেরই তৈরি। ৫১২ গিগাবাইট (জিবি) মেমরির সেই কার্ড বিগত ২০১৪ সালে উন্মোচন করে এ প্রতিষ্ঠানটি।

স্যানডিস্কের এক টিবি কার্ড যদিও এখনো তৈরি হয়নি। ব্যাপারটি এখন গবেষণার শেষ পর্যায়ে রয়েছে। প্রযুক্তির ভাষায় যাকে বলে প্রোটোটাইপ। কিন্তু গতবার প্রোটোটাইপ উন্মোচনের দুই মাসের মধ্যে কার্ড বাজারে এনেছিল স্যানডিস্ক। বিশেষ করে যারা নিয়মিত ফোরকে বা ৩৬০ ডিগ্রি ভিডিও তোলেন, তাদের বেশ কাজে লাগবে এই কার্ড। কিন্তু নতুন এ মেমরি কার্ডের দাম কেমন হবে তা এখনো ঘোষণা করেনি স্যানডিস্ক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন