News71.com
 Technology
 09 Sep 16, 01:01 PM
 774           
 0
 09 Sep 16, 01:01 PM

৭ বছরের যাত্রায় মহাকাশ যান অসিরিস রেক্স।।

৭ বছরের যাত্রায় মহাকাশ যান অসিরিস রেক্স।।

প্রযুক্তি ডেস্কঃ গ্রহাণু বেন্নু পরীক্ষার জন্য মহাকাশ যান পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সাত বছরের জন্য যাত্রা করা প্রোবটির নাম রাখা হয়েছে অসিরিস রেক্স। গতকাল বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) ফ্লোরিডার স্থানীয় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে অসিরিসের যাত্রা শুরু হয়।

সাত বছর পর ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর উতাহ মরুভূমিতে ফিরে আসবে প্রোবটি। বেনু গ্রহাণুতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার উদ্দেশ্যেই অসিরিসকে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য যে, এর পূর্বে ২০১০ সালে ইতোকাওয়া নামে একটি প্রোব পাঠিয়েছিল জাপান। তবে মার্কিন বিজ্ঞানীরা আশা করছেন, তারা গবেষণার জন্য আরো অনেক বস্তু পাবে। অন্তত কয়েকশ গ্রাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন