News71.com
 Technology
 09 Sep 16, 11:47 AM
 950           
 0
 09 Sep 16, 11:47 AM

শ্যাওলা থেকে উৎপন্ন হবে জ্বালানি তেল ও গ্যাস।।

শ্যাওলা থেকে উৎপন্ন হবে জ্বালানি তেল ও গ্যাস।।

প্রযুক্তি ডেস্কঃ খনিজ তেল মাটির নিচেই তৈরি হয়। সে কথাকে মাথায় রেখে ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন একটি যন্ত্র তৈরি করেছেন, যা মাত্র ২০ মিনিটেই শ্যাওলা থেকে খনিজ তেল ও গ্যাস তৈরি করতে পারে।

গবেষক দলের প্রধান ফরিস্তা ঘোরবানি জানান, ইতোমধ্যে তারা বেশ কয়েকটি জলাশয়ের শ্যাওলা থেকে তেল উৎপাদন শুরু করেছেন। প্রথমে তারা শ্যাওলাকে শুকিয়ে নিচ্ছেন। সেটিকে গুড়ো করে নিয়ে তা থেকে নতুন তৈরি যন্ত্র দিয়ে তেল উৎপাদন করছেন।

জানা যায়, প্রথমে শ্যাওলার গুড়ো থেকে অপরিশোধিত তেল তৈরি হবে। তারপর সেটি শোধন করে তা থেকে ল্যাম্প অয়েল তৈরি করা যাবে। এখানে এটিকে শিল্পের আকারও পরবর্তীকালে দেওয়া যেতে পারে কিনা তা নিয়েই গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

বিশেষত উদ্ভিদ থেকে যে প্রক্রিয়ায় প্রাকৃতিক উপায়ে মাটির তলাতেই খনিজ তেল তৈরি হয়, সেভাবেই যন্ত্রের মাধ্যমে তেমন প্রক্রিয়াতেই তেল উৎপাদন হবে। অত্যন্ত বেশি তাপমাত্রা ও চাপ সৃষ্টি করে শ্যাওলা থেকে তেল উৎপন্ন করা সম্ভব হচ্ছে বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন