News71.com
 Technology
 06 Sep 16, 12:07 PM
 882           
 0
 06 Sep 16, 12:07 PM

এবার রেফ্রিজারেটরে ব্যবহৃত হচ্ছে যান্ত্রিক বুদ্ধিমত্তা!

এবার রেফ্রিজারেটরে ব্যবহৃত হচ্ছে যান্ত্রিক বুদ্ধিমত্তা!

 

প্রযুক্তি ডেস্ক: এবার রেফ্রিজারেটরে ব্যবহৃত হচ্ছে যান্ত্রিক বুদ্ধিমত্তা। সুইজারল্যান্ডভিত্তিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লাইবহারের রেফ্রিজারেটরে যান্ত্রিক বুদ্ধিমত্তা যুক্ত করছে মাইক্রোসফট। লাইবহার ও মাইক্রোসফট যৌথভাবে রেফ্রিজারেটরে ‘স্মার্ট ডিভাইস বক্স’ নামের এক ধরনের প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা গ্রহন করেছে।

জানা গেছে, এতে করে রেফ্রিজারেটরের ভেতরের তথ্য স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমেই জানতে পারবেন ব্যবহারকারী।

মাইক্রোসফটের প্রধান ডেটা সায়েন্টিস্ট টিজে হাজেন বলেছেন, স্মার্ট ডিভাইস বক্সটি হবে ইন্টারনেট সংযুক্ত একটি মডিউল যা রেফ্রিজারেটরের ভেতর বসানো থাকবে। মাইক্রোসফট ওই যন্ত্রে ‘মেশিন ভিশন’ সক্ষমতা যুক্ত করবে। এতে করে ফ্রিজের ভেতরে রাখা খাবার শনাক্ত করতে পারবে ওই যন্ত্র।

স্মার্ট ডিভাইস বক্সে ক্যামেরার পাশাপাশি বস্তু শনাক্তকরণ প্রযুক্তিও বসানো থাকবে। অ্যান্ড্রয়েড, আইওএস, কিংবা উইন্ডোজ চালিত মোবাইল ফোন ব্যবহার করেই রেফ্রিজারেটর না খুলেই ভেতরের অবস্থা জানতে পারবেন ব্যবহারকারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন