News71.com
 Technology
 05 Sep 16, 08:39 PM
 884           
 0
 05 Sep 16, 08:39 PM

বৃহস্পতির বিস্ময়কর ছবি প্রকাশ ।।

বৃহস্পতির বিস্ময়কর ছবি প্রকাশ ।।

প্রযুক্তি ডেস্কঃ গত ২৭ আগস্ট, ২০১৬ মহাকাশ চর্চার ইতিহাসে সংযোজিত হল এক নতুন অধ্যায়। নাসার মহাকাশযান ‘জুনো’ বৃহস্পতির দুই মেরু প্রদক্ষিণ করতে সমর্থ হল।


নাসা-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথম সৌরমণ্ডলের সর্বৃহৎ গ্রহটির উত্তর ও দক্ষিণ মেরুর ছবি গ্রহণ সম্ভব হয়েছে ‘জুনো’-র সৌজন্যে। 'জুনো’ কর্তৃক গৃহীত এই ছবিগুলি এতটাই অপার্থিব যে, হতবাক হয়ে পড়েছেন বিজ্ঞানীরাও। ২ সেপ্টেম্বর নাসা-র তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তারা তাদের বিস্ময় অকপটেই ব্যক্ত করেছেন।


বৃহস্পতির মেঘের ছবি এর আগেই তুলেছিল মহাকাশ-টেলিস্কোপ হাব্‌ল। কিন্তু ‘জুনো’ যে ছবি পাঠিয়েছে, তার কাছে কিছুই লাগে না। ‘গ্যাস-দানব’ বৃহস্পতির মেরুপ্রভার বিরল এই দৃশ্যকে দেখে সত্যিই হতবাক হওয়া ছাড়া আর কিছুই করার নেই। কেবল স্থিরচিত্র নয়, ভিডিও-ও তুলেত সমর্থ হয়েছে ‘জুনো' এই অসামান্য অপার্থিবতার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন