News71.com
 Technology
 04 Sep 16, 05:43 PM
 874           
 0
 04 Sep 16, 05:43 PM

বাজারে আসছে বিশ্বের সবথেকে স্লিম ল্যাপটপ এসার সুইফট।।

বাজারে আসছে বিশ্বের সবথেকে স্লিম ল্যাপটপ এসার সুইফট।।

নিউজ ডেস্কঃ স্লিম ল্যাপটপ সবারই পছন্দের। যদিও এদের ব্যাপক ক্ষমতাশালী বলা যায় না। তবে টেকনোলজির উন্নতির সঙ্গে সঙ্গে পৃথিবীর সবথেকে স্লিম ল্যাপটপ আনতে যাচ্ছে এসার সুইফট। এ বছরের প্রথম দিকে বাজারে এসেছিল এইচপি’র স্পেকট্রা। এটিও দারুণ পাতলা। কিন্তু এগিয়ে গেছে এসার সুইফট। আসুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে স্লিম ল্যাপটপের বিস্তারিত তথ্য-

১. এসার সুইফট 7 এসারের ফ্ল্যাগশিপ ল্যাপটপের সর্বসাম্প্রতিক সংযোজন। ডিজাইন মনোমুগ্ধকর। এর অ্যালুমিনিয়ামের কালো ও সোনালী চেসিসের মিশ্রণ দারুণ সুন্দর। ওজন মাত্র ২.৪৮ পাউন্ড।

২. তবে এতটা পাতলা ল্যাপটপের স্পেসিফিকেশন সাধারণত শক্তিশালী থাকে না। কিন্তু এসার এ সমস্যা টপকে গিয়েছে। একেবারে নতুন 7 জেনারেশন কোর আই-5 প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি এসএসডি ড্রাইভ রয়েছে। আর ১৩.৩ ইঞ্চি পর্দাটি 1080 পিক্সেল। কোর আই-5 চিপটি এসেছে ইন্টেলের ওয়াই সিরিজ থেকে। এর গতি যথেষ্ট ভালো।

৩. এত পাতলা হওয়ার অর্থ এতে কানেটিভিটির যথেষ্ট অপশন নেই। তবে এক জোড়া দ্রুতগতির ইউএসবি-সি পোর্ট জুড়ে দিতে সক্ষম হয়েছে।

৪. এসার জানায়, সুইফটের ব্যাটারি ৯ ঘণ্টা টিকে থাকবে। এত পাতলা একটা ল্যাপটপের ব্যাটারি বেশ পাওয়ারফুল।

৫. অক্টোবরেই উত্তর আমেরিকার বাজারে আসবে এসার সুইফট 7। দারুণ স্টাইলিশ যন্ত্রটি তৈরি হয়েছে অ্যাপলের ম্যাকবুকের সৌন্দর্যের কথা মাথায় রেখে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন