News71.com
 Technology
 26 Aug 16, 11:00 AM
 764           
 0
 26 Aug 16, 11:00 AM

মার্শম্যালো চালিত সাশ্রয়ী ফোন উন্মোচন কার্বনের ।।

মার্শম্যালো চালিত সাশ্রয়ী ফোন উন্মোচন কার্বনের ।।

প্রযুক্তি ডেস্কঃ  ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান কার্বন মোবাইল স্থানীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন 'কে৯ ভিরাট' উন্মোচন করেছে। ই-কমার্স সাইট স্ন্যাপডিল ও কার্বনের ভারতীয় রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে কালো ও সোনালি রঙের ডিভাইসটি।

 কার্বন কে৯ ভিরাট স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো আপডেট। স্ক্রিন বেশ বড়, ৫.৫ ইঞ্চির। এইচডি আইপিএস ডিসপ্লে, ৭২০x১২৮০ পিক্সেল রেজ্যুলেনের।

 তবে রিয়ার ক্যামেরা ততটা উন্নতমানের নয়, মাত্র ৫ এমপির, ফ্রন্টে ৩.২ এমপির ক্যামেরা। রয়েছে এলইডি ফ্ল্যাশ। ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর্ প্রসেসরের সঙ্গে মিলবে ১ জিবি র্যাভম। ইন্টারনাল স্টোরেজ ৮ জিবির, যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

 নির্মাতারা জানিয়েছে, এই হ্যান্ডসেটে থ্রি-জি, ওয়াই-ফাই ও ব্লু-টুথ কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে। ব্যাটারি ২৮০০ এমএএইচ হওয়ায় স্ট্যান্ডবাই টাইম ৩৫০ ঘণ্টা ও টকটাইম ৮ ঘন্টা বলে দাবি করেছে কার্বন। ভারতের বাজারে ফোনটির দাম ৪ হাজার ৭৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৬০০ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন