News71.com
 Technology
 23 Aug 16, 11:44 AM
 754           
 0
 23 Aug 16, 11:44 AM

যানজট এড়াতে এবার সামনে আসছে উড়ন্ত ট্যাক্সি

যানজট এড়াতে এবার সামনে আসছে উড়ন্ত ট্যাক্সি

নিউজ ডেস্ক: শহরে যানজটের সমস্যা এড়াতে এবার উড়ন্ত ট্যাক্সি আনতে চলেছে এয়ারবাস কতৃপক্ষ । ড্রোনের আদলে তৈরি চালকহীন এই সিটি এয়ারবাস চলবে ইলেকট্রিকে। আর টিউবের মধ্যে দিয়ে শুরু হবে ফ্লাইং ট্যাক্সির উড়ান।

জানা গেছে, ওলা-উবেরের মতই মোবাইল অ্যাপে বুক করা যাবে উড়ুক্কু ট্যাক্সি। আর প্রয়োজনে আপনার বাড়ির লেনেই ল্যান্ড করবে তারা। আগামী ২০১৭ সালে প্রথম পরীক্ষামূলকভাবে উড়বে ফ্লাইং ট্যাক্সি এমনটাই বলেছে এয়ারবাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন