News71.com
 Technology
 24 Jul 16, 12:37 PM
 800           
 0
 24 Jul 16, 12:37 PM

যে সাইকেল ভাঁজ করা যাবে, চলবে বিদ্যুতে!

যে সাইকেল ভাঁজ করা যাবে, চলবে বিদ্যুতে!

 

প্রযুক্তি ডেস্ক: চিনা কোম্পানি 'জায়ামি' নিয়ে আসলো তাদের অভিনব স্মার্ট সাইকেল যা চলবে বিদ্যুতে। এই সাইকেল ফোল্ডেবল অর্থাৎ ভাঁজ করা যাবে। এটি তৈরি কার্বন ফাইবারে এবং ওজন মাত্র ৭ কিলোগ্রাম। এই সাইকেলটিতে রয়েছে ২৫০ ওয়াট ৩৬ ভোল্টের একটি ইলেকট্রিক মোটর এবং এতে রয়েছে টর্ক মেজারমেন্ট প্রযুক্তি যা বাইক-আরোহীকে পেডালিংয়ে সাহায্য করবে। আর এছাড়া এই সাইকেলে রয়েছে প্যানাসনিক ১৮৬৫০ এমএএইচ ব্যাটারি যা ফুলচার্জ করলে ৪৫ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে।

জায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অভিনব সাইকেলটি মাপতে পারে বাইক আরোহীর ফিটনেস মিটারও। যেমন সাইক্লিং করতে করতে কতটা পথ অতিক্রম হল, সাইক্লিংয়ের গতিবেগই বা কত, কতটা ক্যালোরি খরচ হল এই সব তথ্য ফুটে উঠবে সাইকেলের হ্যান্ডেলবারের ডিসপ্লেতে।

আবার তাছাড়াও এই সাইকেলে থাকবে বিল্ট-ইন জিপিএস নেভিগেশন এবং সাইকেলটি চলতে চলতে যদি ব্যাটারির চার্জ কখনও শেষ হয়ে যায়, সেই কথা ভেবেই রাখা হয়েছে একটি থ্রি-স্পিড গিয়ারবক্স। ভাঁজ করার পরে সাইকেলটি এতটাই ছোট হবে যে এটিকে কোন গাড়িতে খুব সহজেই ঢোকানো যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন