News71.com
 Sports
 20 May 22, 06:35 PM
 700           
 0
 20 May 22, 06:35 PM

নিউজিল্যান্ড দলে করোনার হানা।।

নিউজিল্যান্ড দলে করোনার হানা।।

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড শিবিরের কোচ এবং খেলোয়াড় সহ তিন জন করোনা পজেটিভ হয়েছেন। ইংল্যান্ড সফরে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তারা। করোনা আক্রান্ত দুই ক্রিকেটার হলেন হেনরি নিকোলাস এবং ব্লোয়ার টিকনার। এছাড়া বোলিং কোচ শেন জার্গেনসনও করোনা পজেটিভ হয়েছেন।

কোভিড-১৯ পজিটিভ হওয়া নিউজিল্যান্ড শিবিরের তিনজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে সফরকারী দলের বাকি সদস্যরা করোনা নেগেটিভ হয়েছেন। ফলে ব্রাইটনে সাসেক্সের বিপক্ষে নিউজিল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচটি যথাসময়েই মাঠে গড়াবে বলে জানিয়েছে কিউই ম্যানেজম্যান্ট। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২ জুন লর্ডসে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ান জার্গেনসন আগে বাংলাদেশের  বোলিং কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। পরে হেড কোচ হিসেবেও নিয়োগ পেয়েছিলেন। আড়াই বছর টাইগারদের সঙ্গে ছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন