News71.com
 Sports
 22 Jan 21, 10:59 AM
 424           
 0
 22 Jan 21, 10:59 AM

ফুটবল॥কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা

ফুটবল॥কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা

স্পোর্টস ডেস্কঃ চলতি সপ্তাহে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে অ্যাথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে হয় বার্সেলোনাকে। এবারও রোনাল্ড কোম্যানের শিষ্যদের পরীক্ষা দিতে হয়েছে অতিরিক্ত সময়ে। তবে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়াই কোপা দেল রে’র শেষ ষোলোর টিকেট কেটেছে বার্সা। ওসমানে দেম্বেলে ও মার্টিন ব্রাথওয়েটের অতিরিক্ত সময়ের গোলে তৃতীয় সারির দল কোরনিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালান জায়ান্টরা। সুপার কোপায় বিলবাওয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় দুই ম্যাচ নিষিদ্ধ মেসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন