News71.com
 Sports
 17 Aug 20, 08:00 PM
 819           
 0
 17 Aug 20, 08:00 PM

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড প্রধান ক্রিস নেনজানির পদত্যাগ॥  

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড প্রধান ক্রিস নেনজানির পদত্যাগ॥   

স্পোর্টস ডেস্কঃ ৩ বছর করে দুই দফা দায়িত্ব পালনের পর গত বছর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সভাপতি পদে তার মেয়াদ বাড়ানো হয়েছিল এক বছর। আগামী ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিস নেনজানি। কিন্তু তার আগেই গত শুক্রবার পদত্যাগ করে বসলেন সিএসএ’র সভাপতি। নানারকম দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েও নেনজানি সভাপতির চেয়ারটা আঁকড়ে ছিলেন দীর্ঘ ৭ বছর। সিএসএ এক বিবৃতিতে নেনজানিকে বোর্ডে তার আত্মনিবেদনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে, আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় কাউন্সিল সদস্যদের ভোটে পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সহ-সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামস ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ করে যাবেন ।

সম্প্রতি ব্ল্যাক লাইভস ম্যাটার (বিএলএম) আন্দোলনে যুক্ত ৩০ জন সাবেক ক্রিকেটারের জোট স্মিথ ও বাউচারের নিয়োগ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হয়নি বলে অভিযোগ তুলেছে। সিএসএ’র কৃষ্ণাঙ্গ সভাপতি নেনজানি অবশ্য নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সবসময়ই স্মিথ ও বাউচারকে সমর্থন করে গেছেন। বলেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে কক্ষপথে ফিরিয়ে আনার জন্য তারাই যোগ্যতম লোক। গত মাসে স্মিথের বিরুদ্ধে বর্ণবৈষম্যের পরোক্ষ অভিযোগ তোলেন তার সাবেক সতীর্থ পেসার মাখায়া এনটিনি। ক্রিকেট পরিচালক হিসেবে তার নিয়োগ যথাযথভাবে হয়নি বলে দাবিও ওঠে একইসঙ্গে। স্মিথ সংবাদমাধ্যমের কাছে বলে বসেন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন