
সোহাগ সরকার : আগামীকাল রবিবার ভারত-পাকিস্তানের এক সময়ের দন্ডমুন্ডের কর্তা ব্রিটিশ ভুমিতে ক্রিকেট যুদ্ধ । বিভাজনের পর থেকেই দুইদেশের যেকোন প্রতিযোগিতায় একটা বাড়তি মাত্রা পায় । আর ক্রিকেট হলে তো কথাই নাই । দু'দেশের মানুষের আচরন দেখে মনে হয় যুদ্ধ শুরু হয়েছে দুই দেশের মধ্যে ।সারা দেশের সকল স্থানে সকল মানুষের মধ্যে শুরু হয় নানান আলোচনা সমালোচনা আর হিসাব নিকাশের পালা । আর তাই আগামিকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই দুটি দেশের ক্রিকেটারদের এই সম্মুখসমর শুধুমাত্র ব্যাট বলের লড়াই নয়, এই ম্যাচের সঙ্গে জড়িত ভারত ও পাকিস্তানের প্রায় ১৪০ কোটি মানুষের আবেগ, সম্মান ও আত্মমর্যাদার প্রশ্ন। আগামীকাল সুপার সানডেতে ব্রিটিশ রাজধানী লন্ডনের হকি মাঠে আরও এক দ্বৈরথে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিরাট কোহলি এবং সর্দার সিংরা যদি ম্যাচের পর শেষ হাসি হাসতে পারেন তবে রবিবার রাতে উদ্বেলিত হবে আসমুদ্রহিমাচল। একই দিনে হকি ও ক্রিকেট মাঠে ভারত-পাক লড়াই কবে হয়েছে, মনে করতে পারছি না।
এদিকে কাশ্মীর সীমান্তে পাক জঙ্গিদের ছায়াযুদ্ধ, সেনা ছাউনিতে রক্তক্ষয়ী হামলায় ভারতীয় জওয়ানদের প্রাণহানি, তার পালটা জবাব হিসাবে ঘুটঘুটে অমাবস্যার নিকষ কালো অন্ধকারে ভারতীয় ফৌজের ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ শত্রুশিবিরের ছাউনি ধ্বংস— এই মেগা ম্যাচের প্রেক্ষাপটে দু’দেশের সাম্প্রতিক এই সংঘাতের ঘটনাগুলি মনে হয় না বিরাট বা সরফরাজদের মনে প্রভাব ফেলবে। কিন্তু দু’দেশের মানুষ সকাল থেকে মন্দির-মসজিদে প্রার্থনা করবেন প্রিয় দলের জয় দেখার জন্য। তবে হ্যাঁ, কোনও ভারতীয় নাগরিক যদি এ দেশের জল-হাওয়ায় বেড়ে উঠে, সীমান্তের এপারে উৎপন্ন অন্নে লালিত পালিত হয়ে রবিবার পাকিস্তানকে সমর্থন করেন, তবে তাঁকে আমি অবশ্যই ‘দেশদ্রোহী’ আখ্যা দেব। প্রায় সওয়া শ’কোটি ভারতবাসীর প্রকৃত দেশাত্মবোধ হয়তো জেগে ওঠে ক্রিকেট মাঠে ‘টিম ইন্ডিয়া’ খেললে। এ দেশে বাস করেও সেই সেন্টিমেন্টকে যদি কেউ পদদলিত করতে চান, তাঁকে ক্ষমা করা যায় না। যেমন কাশ্মীরের হুরিয়ত নেতা মিরওয়াজ ফারুক চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান ওঠার পর সরফরাজদের শুভেচ্ছা জানিয়ে আম-আদমির ধিক্কার কুড়িয়েছেন।
১৯৯৬ সালে বিশ্বকাপ ক্রিকেট কভার করতে গিয়ে পাকিস্তানের লাহোর, করাচি, ফয়সলাবাদ সহ বিভিন্ন শহরে কোথাও কখনও বৈরীতার লেশমাত্র অনুভব করিনি। কেবল যেদিন বেঙ্গালুরুতে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ওয়াসিম আক্রাম নিজেকে হঠাৎ সরিয়ে নিলেন এবং ভারতের কাছে হেরে পাকিস্তান বিদায় নিল, সেদিনের অভিজ্ঞতা ছিল কিছুটা ব্যতিক্রমী। ওইদিন আমরা ফয়সলাবাদে একটা ম্যাচ কভার করছিলাম। পাক টেলিকমের কর্মীরা হঠাৎ সেদিন আমাদের তাড়া দিতে শুরু করলেন, ‘ভাইসাব, জরা জলদি কপি খতম কিজিয়ে। আজ প্রেস ক্যাম্প বন্ধ হোগা জলদি।’ সেদিন তড়িঘড়ি কপি ফাইল করে ফয়সলাবাদের রাজপথে পা রেখে লক্ষ করেছিলাম, গোটা শহরটা হঠাৎ যেন দ্রুত নিষ্প্রদীপ হয়ে গিয়েছে। ভারতের কাছে হারের শোকে অনেক বাড়িতে সেই রাতে হয়তো অরন্ধন পর্ব চলেছিল।
তবে একটা ব্যাপার দেখে বেশ মজা অনুভব করছি। বণিকের মানদণ্ড নিয়ে এই বিশাল, অখণ্ডিত ভারতবর্ষে প্রবেশ করে এই দেশের যাবতীয় সম্পদ লুণ্ঠন করে, দুটি বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ নিরীহ ভারতীয় সেনাকে যুদ্ধের বেদিতে রক্ত ঝরিয়ে আহুতি দিয়ে ব্রিটিশ শাসকরা কিন্তু শেষপর্যন্ত এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। কিন্তু যাওয়ার আগে ‘ডিভাইড অ্যান্ড রুল’ পলিসিতে তারা অখণ্ড ভারতবর্ষকে দু’ভাগ করে দিয়ে গিয়েছিল। পরে ১৯৭১ সালে পূর্ববঙ্গে বাঙালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ ও ভারতীয় ফৌজের শৌর্য ও পরাক্রমের কাছে সেই পাকিস্তানও দ্বিখণ্ডিত হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জন্ম নিয়েছিল। মাত্র দশটি দেশ সমৃদ্ধ আধুনিক বিশ্ব ক্রিকেট যে এখন এই উপমহাদেশেই যথাযোগ্য মর্যাদার সঙ্গে লালিত-পালিত ও পৃষ্ঠপোষিত হয়, তার প্রমাণ এই তিনটে দেশই একদা শাসক ইংরেজদের পিতৃভূমিতে খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে আরোহণ করে দেখিয়ে দিয়েছে।
গ্রুপে তিনটি ম্যাচে একচ্ছত্র দাপট দেখিয়ে জেতা ইংল্যান্ডকে সেমি ফাইনালে পাকিস্তান হারিয়েছিল ১৩ ওভার বাকি থাকতে ৮ উইকেটের ব্যবধানে। বিশ্বাস করুন, এই রেজাল্ট কোনও ক্রিকেট বিশেষজ্ঞের দূরতম কল্পনাতেও প্রশ্রয় পায়নি। ওপেনার ফকর জামান, হাসান আলি, রুমন রইসদের এই টুর্নামেন্ট শুরুর আগে কে চিনত? আবার এই পাকিস্তান দলই গত ৪ জুন চ্যাম্পিয়ন্স ট্রফি’র প্রথম ম্যাচে ভারতের কাছে কাটা কলাগাছের মতো চিতিয়ে গিয়ে, নেতিয়ে মাটিতে লুটিয়ে পড়ে হেরেছে। সেই পরাজয়কে একপেশে বললে খুব কম বলা হয়।
নিয়মিত প্র্যাকটিসে তেমন ঘাম না ঝরিয়েও কোহলি ব্রিগেড কিন্তু এই টুর্নামেন্টে পিক ফর্মে রয়েছে। টপ ব্যাটিং অর্ডার চাবুক ফর্মে রয়েছে। ভুবি, বুমরাহ, কেদার, অশ্বিনরা মনে হয় না পাক ব্যাটসম্যানদের মাথা তুলতে দেবেন, তবে মহম্মদ আমির চোট সারিয়ে দলে ফিরলে পাক পেস আক্রমণকে ইংল্যান্ডের মাঠে এই নির্জীব উইকেটেও সমীহ করতে হবে। যদিও ব্যাটিং শক্তিতে রহিত, শিখর, বিরাট, যুবি, ধোনিরা পাক ব্যাটসম্যানদের তুলনায় ‘ম্যান এগেইনস্ট ম্যান’ সুপিরিয়র। তাই ফাইনালে দৈবাৎ ভারত হেরে গেলে সেটা আমার কাছে অঘটন রূপেই বিবেচিত হবে। আশা করি, তেমন কিছু ঘটবে না।