News71.com
 International
 16 Feb 21, 10:02 PM
 363           
 0
 16 Feb 21, 10:02 PM

ভারতীয় গণমাধ্যমের জরিপ॥পশ্চিমবঙ্গের ৭৭ শতাংশ মানুষ সৌরভকে মুখ্যমন্ত্রী দেখতে চান

ভারতীয় গণমাধ্যমের জরিপ॥পশ্চিমবঙ্গের ৭৭ শতাংশ মানুষ সৌরভকে মুখ্যমন্ত্রী দেখতে চান

 

আন্তর্জাতিক ডেস্কঃ গত কয়েকমাস ধরে ভারতের সাবেক অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বিজেপির রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা চলছে। এই সময়ের মাঝে তাকে বেশ কয়েকবার বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভিন্ন স্থানে দেখা গেছে। তবে এখন পর্যন্ত সৌরভ এ বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি। প্রশ্ন করলেও সযত্নে পাশ কাটিয়ে গেছেন। এবার ওপার বাংলার একটি দৈনিক জরিপ চালিয়েছে। যাতে ৭৭ শতাংশ মানুষ সৌরভের রাজনীতিতে আসার পক্ষে রায় দিয়েছেন। এবিপি আনন্দ এবং সিএনএক্স এর যৌথ সমীক্ষায় দেখা গেছে, সৌরভের ওপর সাধারণ মানুষের ব্যাপক আস্থা আছে। সমীক্ষায় মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চান ৩৮ শতাংশ মানুষ। ১৯ শতাংশ রাজ্যবাসী মুখ্যমন্ত্রী হিসেবে চান দিলীপ ঘোষকে। 

 

ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, সৌরভ গাঙ্গুলী রাজনীতিতে এলে তিনি নিশ্চয়ই বিধায়ক বা সাংসদ হিসেবে আসবেন না। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর মতো রাজ্য রাজনীতির শীর্ষ পদপ্রার্থী হিসেবেই তিনি ময়দানে নামবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের সঙ্গে তার সহাবস্থান তার বিজেপিতে যোগদানের জল্পনা বাড়িয়ে দেয়। সৌরভ অসুস্থ হয়ে হাসপাতালে থাকার সময় মমতা ব্যনার্জী থেকে শুরু করে বিজেপি-বামফ্রন্টের নেতারা তাকে গিয়ে দেখে এসেছেন, বিবৃতি দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন