News71.com
 International
 26 May 16, 12:44 PM
 599           
 0
 26 May 16, 12:44 PM

'মার্কিন পারমাণবিক শক্তি'তে এখনও ব্যবহার করা হচ্ছে প্রথম প্রজন্মের সেই ফ্লপি ডিস্ক ড্রাইভ।।

'মার্কিন পারমাণবিক শক্তি'তে এখনও ব্যবহার করা হচ্ছে প্রথম প্রজন্মের সেই ফ্লপি ডিস্ক ড্রাইভ।।

আন্তর্জাতিক ডেস্কঃ তথ্য আদান প্রদানে কম্পিউটার যুগের একেবারে শুরুর দিকে ব্যবহার করা হতো ফ্লপি ডিস্ক। কম্পিউটারের বিবর্তনের সাথে সাথে ফ্লপির বদলে সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, পেনড্রাইভ, পোর্টেবল হার্ডডিস্ক প্রভৃতি আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটে। অথচ বিশ্বের সবচাইতে শক্তিশালী পরমাণু অস্ত্রের দেশ যুক্তরাষ্ট্রের পরমাণু বিভাগ এখনও ব্যবহার করছে প্রথম প্রজন্মের সেই ফ্লপি ডিস্ক।

দেশটির সরকার জানায়, যুক্তরাষ্ট্রের পরমাণু ফোর্স তাদের কাজের জন্য ১৯৭০ সালের আইবিএম-এর প্রথম প্রজন্মের কম্পিউটার আইবিএম সিরিজ-১ কম্পিউটার ব্যবহার করছে। সম্প্রতি দেশটি তাদের পরমাণু ফোর্সের উন্নয়নের সিদ্ধান্ত নেয়ায় বিষয়টি সবার সামনে আসে।

সরকারি সেই বিবৃতিতে জানানো হয়, ২০১৭ সালের মধ্যে পরমাণু ফোর্সে কম্পিউটারগুলো আপডেট করা হবে। আপডেট করার পাশাপাশি পরমাণু ফোর্সের তথ্য নিরাপত্তার বিষয়টিতেও আরো দৃঢ় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিবৃতিতে আরও জানানো হয়, ২০২০ সালের শেষ নাগাদ পেন্টাগনের পুরো সিস্টেমকে প্রতিস্থাপন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন