কলকাতা সংবাদদাতা : কলকাতার পুলিশ কমিশনার রাজীবকে ডেকে পাঠিয়ে তাঁকে নানা বিষয়ে সতর্ক করেছিলেন জৈদী। ফলশ্রুতিতে তাঁকে কমিশনার পদ ছাড়তে হয়েছিল। এটা যে কোনও অফিসারের পক্ষে অসম্মানজনক এবং অনাস্থার পরিচয় বলে মনে করছেন ওই প্রবীণ আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সিদ্ধান্তে প্রশাসনের অন্দরে কার্যত ‘নায়ক’ হয়ে গেলেন কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। অনেকেই মনে করছেন, কর্মদক্ষতার প্রশ্নে বর্তমান পুলিশ কমিশনার রাজীব কুমারের চেয়ে সৌমেন এগিয়ে রয়েছেন।
সৌমেনকে সরিয়ে কমিশনার পদে রাজীবকে আনার সিদ্ধান্ত নিয়ে আলোড়ন উঠেছে পুলিশ প্রশাসনে। বাহিনীর অনেকেই মনে করছেন, ‘সাহস, সততা এবং মাথা উঁচু করে কর্তব্য পালনে’র জন্যই সরতে হয়েছে সৌমেনকে। এক পুলিশকর্তার কথায়, ‘‘সৌমেন স্যারের কিছু যায় আসে না। উনি সর্বস্তরে যে সম্মান পেয়েছেন তা সাধারণত কেউ পায় না।’’
প্রবীণ আধিকারিকদের অনেকেই মনে করছেন, এই বিদায় সৌমেনের পক্ষে মোটেই অপমানজনক নয়। কারণ, কমিশনার পদে তাঁকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। ‘নিরপেক্ষ’ প্রশাসক হিসাবে তিনি এতটাই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন যে, মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতেন। এমনকী, কলকাতায় দু’দফার শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করে নাগরিকদেরও মন জয় করে নিয়েছিলেন তিনি।
উল্টোদিকে, রাজীবকে ডেকে পাঠিয়ে তাঁকে নানা বিষয়ে সতর্ক করেছিলেন জৈদী। ফলশ্রুতিতে তাঁকে কমিশনার পদ ছাড়তে হয়েছিল। এটা যে কোনও অফিসারের পক্ষে অসম্মানজনক এবং অনাস্থার পরিচয় বলে মনে করছেন ওই প্রবীণ আধিকারিকেরা। তাই যোগ্যতা এবং সম্মানের তুল্যমূল্য বিচারে রাজীবের থেকে সৌমেনকে এগিয়ে রাখছেন তাঁরা।
এক আধিকারিকের কথায়, ‘‘এর পরের নির্বাচনগুলির সময় পদ থেকে সরে দাঁড়াতে হবে রাজীবকে। কিন্তু বহাল তবিয়তে থাকবেন সৌমেন। এটাই পার্থক্য দু’জনের মধ্যে।’’ নির্বাচনের ফল ঘোষণার পরে ঘনিষ্ঠমহলে মমতা জানিয়েছিলেন, কমিশন যাঁদের বদলি করেছে তাঁদের সকলকেই স্বপদে ফিরিয়ে আনা হবে।
সেই সূত্রে সৌমেনের ফিরে যাওয়ার কথা ছিল সিআইডি’তেই। কারণ, সেখান থেকেই কমিশনার পদে এসেছিলেন সৌমেন। কিন্তু তাঁকে দেওয়া হল এডিজি (প্রশিক্ষণ) পদ। পুলিশ প্রশাসনের একাংশের মতে, ওই পদে কাজ প্রায় নেই বললেই চলে। ফলে ওই পদে আসীন কোনও অফিসার কতটা দক্ষ বা অদক্ষ, তা বিচার করা কার্যত অর্থহীন।
প্রশাসনের কর্তাদের কাছে ইঙ্গিত ছিল, কমিশনের নিয়ন্ত্রণ উঠে গেলেই বদলি সংক্রান্ত নির্দেশিকা জারি করবে সরকার। রবিবার আনুষ্ঠানিকভাবে কমিশনের নিয়ন্ত্রণ ওঠার কথা ছিল। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হতেই শনিবার নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নেয় কমিশন।
আর সঙ্গে সঙ্গেই ‘তক্কে তক্কে’ থাকা রাজ্য প্রশাসন মমতার ‘হুকুম’ তামিল করে। বদলি করে সৌমেনকে। অথচ বাকি যে আইএএস বা আইপিএসরা বদলি হয়েছিলেন, তাঁদের নির্দেশিকা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ, সোমবার। প্রশাসনের এক কর্তার কথায়, ‘‘এইসব ক্ষেত্রে অতীতে সাধারণত একবারই নির্দেশিকা জারি করত সরকার। এক্ষেত্রে এত তাড়াহুড়ো দেখে মনে হচ্ছে, সরকারকে বেজায় অস্বস্তিতে রেখেছিলেন সৌমেন!’’