News71.com
 International
 21 May 16, 11:35 PM
 557           
 0
 21 May 16, 11:35 PM

ভারতের কর্নাটকে বাল্যবিবাহে অনুষ্ঠানে উপস্থিত হলেও ৭ বছরের কারাদণ্ড

ভারতের কর্নাটকে বাল্যবিবাহে অনুষ্ঠানে উপস্থিত হলেও ৭ বছরের কারাদণ্ড

 

আন্তর্জাতিক ডেস্কঃ এখন থেকে বাল্যবিবাহের অনুষ্ঠানে উপস্থিত হলেও হতে পারে ৭ বছরের কারাদণ্ড। বাল্যবিবাহ রোধে নতুন করে এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতের নারী ও শিশু কল্যাণ দপ্তর। বাল্যবিবাহের ক্ষেত্রে বর-কনের পরিবার ছাড়া নিমন্ত্রিত অতিথিদেরও ‘চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট’র আওতায় আনা হবে ।

আইন অনুসারে, ২ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ এবং ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে অতিথিদের। ভারতের কর্ণাটক রাজ্যের মাইসুর জেলার নারী ও শিশু কল্যাণ দপ্তরের উপ-পরিচালক কে রাধা জানিয়েছেন, বাল্যবিবাহে আমন্ত্রিত অতিথিদের শিশুদের যৌন নিপীড়ন বিরোধী আইন পকসো'র আইনেও অভিযুক্ত করা হতে পারে।যদি নির্দিষ্ট বয়সের আগে বিয়ের কারণে নাবালিক মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে বা তাকে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় তাহলে ২ পরিবার ছাড়াও বিয়ের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, তাদেরও ওই আইনের আওতায় আনা হবে। এই আইনে অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে ৭ বছরের জেল হবে অপরাধীদের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন