News71.com
 International
 21 May 16, 10:30 PM
 576           
 0
 21 May 16, 10:30 PM

বাগদাদের গ্রিন জোনে দাঙ্গা-হাঙ্গামা, নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত ৪

বাগদাদের গ্রিন জোনে দাঙ্গা-হাঙ্গামা, নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত ৪

নিউজ ডেস্ক : বাগদাদের গ্রিন জোনে দাঙ্গা-হাঙ্গামা বানিয়ে ভাংচুর চালানো ও দুর্নীতি-বিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সংগঠিত এ ঘটনায় আরো ৯০ জন আহত হয়েছেন বলে শনিবার হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।

উল্লেখ্য ইরাকের রাজধানি বাগদাদের গ্রিন জোনে দেশটির গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, পার্লামেন্ট ও বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। এখানকার নিরাপত্তার বিষয়টি তাই ইরাক সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখে থাকে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে এখান থেকে বিক্ষোভাকারীদের সরাতে নিরাপত্তা বাহিনী তাজা ও রাবার বুলেট এবং কাঁদুনে গ্যাস ব্যবহার করে।

নিহতরা সবাই গুলির আঘাতে নিহত হয়েছেন বলে বাগদাদের কেন্দ্রীয় মর্গ ও চারটি হাসপাতাল সূত্র জানিয়েছে। এসব হাসপাতালেই আহতদের নিয়ে যাওয়া হয়েছিল। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে বাগদাদের কঠোর নিরাপত্তা এলাকা গ্রিন জোনে দ্বিতীয়বারের মতো নিরাপত্তা বিঘ্নিত হল।

বিক্ষোভকারীদের মধ্যে ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মোক্তাদা আল সদরের সমর্থকরা ছাড়াও অন্যান্য কয়েকটি গোষ্ঠীর লোকজনও ছিলেন। সরকারের দুর্নীতি-বিরোধী সংস্কারের ব্যর্থতা ও ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলা রোধে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হওয়ায় এসব লোকজন ক্ষুব্ধ ছিল।

গতকাল শুক্রবার ঘটনার পর বাগদাদে কিছু সময়ের জন্য সান্ধ্য আইন জারি করে কর্তৃপক্ষ। পরে ‘গ্রিন জোনে দাঙ্গার’ পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কথা জানিয়ে সান্ধ্য আইন তুলে নেয় কর্তৃপক্ষ।

গতকাল গভীর রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইরাকি প্রধানমন্ত্রী হায়দায় আল আবাদি গ্রিন জোনের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নের নিন্দা জানিয়ে ‘বিশৃঙ্খলা’ ও ‘শত্রুতার’ বিরুদ্ধে হুঁশিয়ারি জানান।

এক বিবৃতিতে আল সদর নিজের সমর্থকদের ‘স্বতস্ফুর্ত শান্তিপূর্ণ বিদ্রোহকে’ সমর্থন করে ‘ঠান্ডা মাথায়’ তার ‘সন্তানদের’ হত্যার জন্য সরকারের নিন্দা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন