News71.com
 International
 20 May 16, 09:34 PM
 575           
 0
 20 May 16, 09:34 PM

মিশরীয় বিমান বিধ্বস্ত ।। ৬৬ আরোহী নিহত

মিশরীয় বিমান বিধ্বস্ত ।। ৬৬ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ প্যারিস থেকে কায়রোগামী ইজিপ্টএয়ার বিধ্বস্ত হয়ে ভূমধ্যসাগরে ডুবে ৬৬ আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে মিশরের সামরিক বাহিনী।মিশরের নৌবাহিনী ভূমধ্যসাগরে ভেসে থাকা বিমানের ধ্বংসাবশেষ ও যাত্রীদের মালামাল খুঁজে পেয়েছে ।


আলেক্সান্দ্রিয়া উপকূল থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে সমুদ্রে ধ্বংসাবশেষগুলো খুঁজে পাওয়া গেছে। বিমানের ব্ল্যাক বক্সের খোঁজে ওই এলাকায় এখনো তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে।মিশরের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থার এয়ারবাস এ ৩২০ গত বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৯ মিনিটে ফ্রান্সের শার্ল দা গল বিমানবন্দর ছাড়ে। মিশরের স্থানীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে সেটির কায়রো বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল ।

 

এক বিবৃতিতে মিশরের প্রেসিডেন্ট ভূমধ্যসাগরে ইজিপ্টএয়ারের বিধ্বস্ত বিমানের নিহত আরোহীদের পরিবারের প্রতি সমবেদনা জানান।সর্বপ্রথম ফ্রান্স ভূমধ্যসাগরে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করে। কায়রোর কর্মকর্তারা বিমানটির আরোহীদের মৃত্যুর খবর জানানোর পর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন।মিশরের বিমান পরিবহনমন্ত্রী বলেছেন, বিমানটির যান্ত্রিক ত্রুটির তুলনায় সন্ত্রাসী হামলার সম্ভাবনা অনেক বেশি বলে মনে হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন