আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বজ্রপাতের নতুন ‘হটস্পট’ হয়ে উঠেছে ভেনেজুয়েলার মারাকাইবো হ্রদ। সারা বছরে গড়ে ৩০০ দিন বজ্রপাত হয় এই হ্রদে। আমেরিকান মেটেওরোলজিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাম্প্রতিক এক গবেষণা ফলাফলে বিষয়টি প্রকাশিত হয়েছে।
পৃথিবীর কক্ষপথে নাসার স্থাপিত আবহাওয়া স্যাটেলাইটের লাইটেনিং ইমেজিং সেন্সর থেকে ১৬ বছর ধরে পাওয়া তথ্যে জানা গেছে, প্রতিবছর হ্রদটির প্রতি বর্গকিলোমিটার এলাকার উপর গড়ে ২৩৩টি বজ্রপাত হয়। এর আগে আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকাকে বিশ্বের সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকা বলে ঘোষণা করা হয়েছিল।
গবেষণা ফলাফলে বলা হয়েছে, সাগর ও পর্বত উপত্যকা থেকে প্রবাহিত বায়ু মারাকাইবো হ্রদের উষ্ণ জলের উপরিভাগে জড়ো হয়ে প্রতিবছর গড়ে ২৯৭ দিন-রাত্রিকালীন বজ্রঝড় সৃষ্টি করে। এ কারণেই এলাকাটিতে বজ্রপাতের ঘনত্ব এত বেশি।
উল্লেখ্য, বজ্রপাতের হিসেবে আফ্রিকা মহাদেশ এখনও বিশ্বের বজ্রপাতের ‘হটস্পট’ রয়ে গেছে। আফ্রিকার পরে যথাক্রমে আছে এশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া।