News71.com
 International
 18 May 16, 10:00 PM
 574           
 0
 18 May 16, 10:00 PM

ভেস্তে গেল ইয়েমেনের আলোচনা .....

ভেস্তে গেল ইয়েমেনের আলোচনা .....

আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতে অনুষ্ঠিত আলোচনা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সমর্থিত প্রতিনিধিদল। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপের জন্য এ ঘটনাকে বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে।

প্রতিনিধিদলের সদস্য আব্দুল মালেক আল-মিখলাফি তার ভাষায় বলেন, হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের মিত্ররা আলোচনা ক্ষতিগ্রস্ত করেছে। আনসারুল্লাহ আন্দোলনের নেতারা তাদের প্রতিশ্রুতি থেকে সরে গেছেন বলেও দাবি করেন মিখলাফি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাদির সমর্থকরা আলোচনা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিলেন। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো হাদির সমর্থকদের আলোচনা বয়কট করার কথা নিশ্চিত করেছে। এসব সূত্র বলছে, গতকাল মঙ্গলবার দিনের প্রথম দিকে একটি অধিবেশন বসার কথা থাকলেও তা সফল হয় নি। আনসারুল্লাহর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায় নি।

উল্লেখ্য, দুই দিন আগে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওলুদ শেখ আহমেদ বলেছিলেন, ইয়েমেন সংকট সমাধানের বিষয়ে তিনি আশাবাদী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন