News71.com
 Bangladesh
 05 Dec 25, 10:32 AM
 13           
 0
 05 Dec 25, 10:32 AM

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি॥ যাত্রা বিলম্বিত হওয়ার সম্ভাবনা

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি॥ যাত্রা বিলম্বিত হওয়ার সম্ভাবনা

 

 

 

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ফলে আজ ৫ ডিসেম্বর তাকে লন্ডনে নেওয়ার যাত্রা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে বিমানে রয়েছেন। এক ঘণ্টা দেরিতে সকাল সাড়ে ১০টার দিকে তার ফ্লাইট ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। ঢাকায় এসে তিনি অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরবেন।

 

গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, মধ্যরাতের পর বা আজ শুক্রবার সকালে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল, দেশের বাইরে থেকে আসা দুই চিকিৎসক এবং ‘অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানরা’ অ্যাম্বুলেন্স বিমানে খালেদার সঙ্গে থাকবেন, যাতে যাত্রাপথে কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন