News71.com
 Bangladesh
 06 Dec 25, 10:15 AM
 4           
 0
 06 Dec 25, 10:15 AM

সংবিধান সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাবান হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির॥

সংবিধান সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাবান হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সেনার সর্বেসর্বা ফিল্ড মার্শাল আসিম মুনিরকে গতকাল দেশটির চিফ অফ ডিফেন্স ফোর্সেস ’র মসনদে বসিয়েছে।   দিও দেশটির কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেছিলেন,' আমার কিছু হয়ে গেলে দায়ী থাকবেন আসিম মুনির ও ডিজি, আইএসআই।' আর ঠিক যেদিন আসিম মুনির পাকিস্তানের প্রথম সিডিএফ হওয়ার খবর প্রকাশ্যে আসে ,সেই দিনই পাকিস্তানের 'ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন' (ISPR) ইমরান খানের নাম না করে এক বিস্ফোরক বার্তা দিয়েছে।  আইএসপিআর-র ডিজি লেফ্টন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরী বলেছেন-একজন এমন ব্যক্তি আছেন যিনি জেলবন্দি, তাঁর বক্তব্য এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।' স্পষ্টতই পাকিস্তান সেনার এই বক্তব্য , পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘ন্যাশনাল থ্রেট’ (জাতীয় নিরাপত্তার জন্য হুমকি) বলে আখ্যা দিয়েছে। 

 

এদিকে, পাকিস্তানের ক্ষমতার অলিন্দে সিডিএফ-র গদিতে গতকালই বসে গিয়েছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সিডিএফ পদটি কেবল তিনটি সার্ভিস শাখার (সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী) উপর কর্তৃত্বকে সুসংহত করে না বরং তাকে জাতীয় কৌশলগত কমান্ডের তত্ত্বাবধানের দায়িত্বও দেয়। এই পদ দেশের পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা করে, যা মুনিরকে দেশের একক সবচেয়ে শক্তিশালী সামরিক ব্যক্তিত্ব করে তুলছে। পাশাপাশি, এই পদের ফলে পাকিস্তানের পরমাণু অস্ত্র চালনার ‘বোতাম’টিও মুনিরের হাতেই এসে গেল! এদিকে, ইমরানকে নিয়ে পাকিস্তানের আইএসপিআর বলছে,'এই ব্যক্তি সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলছেন এবং জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন