
নিউজ ডেস্কঃ জোটবদ্ধভাবে অভিন্ন প্রতীকে নির্বাচনের সুযোগ দিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বাতিলে এবার আপত্তি জানিয়েছেন উপদেষ্টারা। তাদের মতে, ১০ দিনের ব্যবধানে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। সোমবার ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। পরে বিষয়টি নিয়ে আরও পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠক সূত্রে এ খবর জানা গেছে।
গণভোটের দিনক্ষণ নির্ধারণ ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই সম্প্রতি আরপিও সংশোধন নিয়ে দলগুলোর ভেতরে মতভেদ স্পষ্ট হয়ে ওঠে। সরকারের বিরুদ্ধে বিএনপির সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ তোলে জামায়াত ও এনসিপি। গতকালের বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে দুজন উপদেষ্টা সংবাদমাধ্যমকে জানান, আরপিওর সংশোধন অধ্যাদেশের খসড়ায় আবার পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে। তবে উপদেষ্টাদের মতভেদের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।