News71.com
 Bangladesh
 04 Nov 25, 09:45 AM
 42           
 0
 04 Nov 25, 09:45 AM

ইসলামিক স্কলার জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে ভারতের বক্তব্যের জবাব দিল বাংলাদেশ॥

ইসলামিক স্কলার জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে ভারতের বক্তব্যের জবাব দিল বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক। তবে তার এই আগমনকে মোটেও ভালো চোখে দেখছে না ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বাংলাদেশকে বার্তাও দিয়েছেন। আর ভারতের এই বক্তব্যের এবার আনুষ্ঠানিক জবাব দিল বাংলাদেশ।সবকিছু ঠিকঠাক থাকলে ডা. জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে রাজধানীর আগারগাঁও এলাকায়। 

তবে তিনি বাংলাদেশে পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।বিশিষ্ট এই ইসলামি স্কলারের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম জানান ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন